সংবাদদাতা, কোচবিহার : দিনহাটাকে বিজেপি-শূন্য করে রেকর্ড ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হতে চায়৷ দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে উদয়ন গুহের নাম আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই উদয়ন গুহের বাড়িতে শুরু হয় সবুজ আবির খেলা। আতশবাজি পুড়িয়ে উৎসবের মেজাজে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের।
আরও পড়ুন-মুক্তি পেল রূপঙ্করের নতুন গান
এই আসনে গত বিধানসভা নির্বাচনে ৫৭ ভোটে উদয়ন গুহকে হারিয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তবে জয়ের পর বিধায়কপদ ছেড়ে এখন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাই এই আসনে উপনির্বাচন ৩০ অক্টোবর। হেরে গেলেও উদয়ন গুহকেই ভরসা করেছে দল। তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উদয়ন বলেন, ‘আমাকে যে দল প্রার্থী করবে তা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। তিনি কথা রেখেছেন।’ এই উপনির্বাচনে দিনহাটাকে বিজেপি-শূন্য করার ডাক দিয়েছেন তিনি। জেলা প্রশাসন জানিয়েছে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে ৩০ অক্টোবর উপনির্বাচন। ২ নভেম্বর ফলাফল ঘোষণা হবে৷ মোট ৩১৬টি বুথে হবে নির্বাচন৷ মোট ভোটার ২,৯৮,০৫২ জন। পুরুষ ভোটার ১,৫৩,৯১৫ এবং মহিলা ১,৪৪,১৩৭ জন৷