বিজেপিমুক্ত পুরুলিয়া গড়ার ডাক দিল জনতা

Must read

পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee- Purulia) রোড শো-কে কেন্দ্র করে জনপ্লাবন। ভিড়ের মধ্যে থেকে আওয়াজ উঠল ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’। বুধবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে পুরুলিয়া পৌঁছাতেই লাখো জনতার গলায় এমন শ্লোগানই শোনা গেল। ২০১৮ সাল থেকে জঙ্গলমহলের এই জেলায় মানুষকে ধোঁকা দিয়েছে বিজেপি। বিধানসভায় তাঁরা এখানে পেয়েছিল ৬টি আসন। কিন্তু জিতে নিখোঁজ বিজেপি বিধায়করা। এর জন্য মানুষের আফশোসের শেষ নেই। বাঁকুড়া থেকে এসে এদিন কাশীপুর বিধানসভা এলাকায় প্রথম রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Purulia)। তারপর আদ্রা, রঘুনাথপুর, পাড়া হয়ে পুরুলিয়া পৌঁছান। এদিন তিনি যে চারটি বিধানসভায় রোড শো করেন সেই সবক’টিই বিজেপির দখলে। কিন্তু এদিনের ভীড় বুঝিয়ে দিল ‘এই বিজেপি আর না’। কাশীপুরের প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া বলেন, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬৪ কিলোমিটার যাত্রা করেছেন। এর মধ্যে ছিল ৫টি রোড শো। রোড শো-এ রাস্তার দু’পাশে ছিল লক্ষাধিক মানুষের ভিড়। রোড শো-এর পর পুরুলিয়া শহরের কাছে উপকন্ঠে শিমুলিয়া ময়দানে ছিল দলের অধিবেশন ও প্রার্থী নির্বাচনের ভোটগ্ৰহণ পর্ব। এদিন জেলার ২০টি ব্লকের মধ্যে ১২টি ব্লকের প্রায় বারশো কর্মী ভোটে অংশগ্ৰহণ করেন। বৃহস্পতিবার অধিবেশন হবে বান্দোয়ানে। কাশীপুরে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রতিবন্ধী তপশিলি যুবক ঈশ্বর চন্দ্র বাউরী। অভিষেক তাঁকে ডেকে কথা বলায় আপ্লুত তিনি। তিনি বলেন, তৃণমূল ছাড়া আর কোনও দলের নেতারা এত জনদরদী হয় না। এদিনের রোড শো-এ উপস্থিত ছিলেন দলের দুই সাংসদ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।

Latest article