সংবাদদাতা, বাঁকুড়া : জগদ্ধাত্রীপুজো উপলক্ষে ঘুরে আসা যায় জয়রামবাটীতে সারদা মায়ের জন্মভিটে থেকে। সেখানে শ্রদ্ধায় পালিত হচ্ছে জগদ্ধাত্রীপুজো। মা সারদার জন্মদাত্রী শ্যামাসুন্দরী দেবীর হাতে প্রায় দেড়শো বছর আগে শুরু হওয়া এই পুজো এখনও হয়ে আসছে একই ভাবে। ইতিমধ্যেই জন্মস্থানে আসতে শুরু করেছেন প্রচুর ভক্ত। শ্যামাসুন্দরী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা মহিলা। পরিবারের প্রবল অর্থকষ্টের মধ্যেও প্রতিদিন একমুঠো করে চাল তুলে রাখতেন গ্রামের কালীপুজোর জন্য। পুজোর আগে গ্রামের অন্যদের মতোই সেই চাল দিয়ে আসতেন কালীমন্দিরে। ১৮৭৭ সালে শ্যামাসুন্দরী সারা বছরে কষ্ট করে জমানো চাল মন্দিরে দিতে গেলে উদ্যোক্তারা নিতে অস্বীকার করেন। প্রবল মনোকষ্ট নিয়ে বাড়িতে ফেরেন তিনি।
আরও পড়ুন-প্রচার শেষে ঘুম ভাঙল জাতীয় নির্বাচন কমিশনের, তোপ সাকেতের
জনশ্রুতি ওই রাতেই তিনি স্বপ্নে দেখেন লালপাড় সাদা শাড়ি পরা এক মহিলা তাঁকে বলছেন ওই চাল দিয়ে তাঁর পুজো দিতে। প্রশ্ন করলে ওই মহিলা জানান, তিনি জগদ্ধাত্রী। এরপরই বাড়িতে ক্ষুদ্র সামর্থ্যে জগদ্ধাত্রীপুজোর আয়োজন করেন শ্যামাসুন্দরী। পরে মা সারদা পুজো চালিয়ে যেতে থাকেন। জীবনের শেষ বছর পর্যন্ত এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন সারদা। পরে তাঁর জন্মস্থানে মাতৃমন্দির প্রতিষ্ঠা হলে জগদ্ধাত্রীপুজোর যাবতীয় আয়োজন করতে শুরু করে মন্দির কর্তৃপক্ষ। সেখানেই এবার পুজো হল। পুজোয় ভিড় জমালেন দেশ-বিদেশের অসংখ্য পুণ্যার্থী ও ভক্ত।