সোনারপুরে বাম-বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সভায় মানুষের ঢল

শনিবার দক্ষিণ শহরতলির সোনারপুরের খেয়াদাতে দলের তরফে একটি প্রতিবাদসভার আয়োজন করা হয়। সভায় মানুষের ঢল নামে।

Must read

সংবাদদাতা, সোনারপুর :‌ বিজেপি ও সিপিএমের মিথ্যাচার, কুৎসার বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিলেন ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার দক্ষিণ শহরতলির সোনারপুরের খেয়াদাতে দলের তরফে একটি প্রতিবাদসভার আয়োজন করা হয়। সভায় মানুষের ঢল নামে।

আরও পড়ুন-শীতের রাতেও জনসংযোগে সায়ন্তিকা

প্রধান বক্তা ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, আইএনটিটিইউসি সম্পাদক শক্তি মণ্ডল, স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম। সভামঞ্চ থেকে সাংসদ বলেন, ‘এক দিকে বাম-বিজেপি আমাদের দলনেত্রীর বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা করছে, অন্যদিকে রাজ্য সরকার একের পর এক উন্নয়নের কাজ করে চলেছে। দলীয় কর্মী-সমর্থকদের বলব, সরকারের উন্নয়ন প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিন। উন্নয়নই হবে ওদের কুৎসার বিরুদ্ধে প্রধান অস্ত্র।’‌

আরও পড়ুন-নির্মাণকাজ প্রায় শেষ, দ্রুত খুলে যাবে বলরামপুর সেতু

শক্তি মণ্ডল বলেন, ‘চুরিকে আমাদের দল কখনওই সমর্থন করে না। আমরা যে কোনও দুর্নীতির বিরুদ্ধে। আবাস যোজনায় কোনও গরিব মানুষকে বঞ্চিত করলে রাজ্য সরকার তাঁর ঘর তৈরি করে দেবে। তালিকায় যত মানুষের নাম ছিল, সবার মাথার উপর পাকা ছাদ হবে। সরকার সীমিত সামর্থ্য নিয়ে সব মানুষের পাশে থাকবে।’‌

Latest article