প্রতিবেদন : নির্বিঘ্নেই মিটল মেঘালয় বিধানসভার পরিবর্তনের ভোট পর্ব। প্রত্যাশামতোই সোমবার উৎসবের মেজাজে ভোট হয়েছে মেঘের রাজ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ৭৪.৩২%। নাগাল্যান্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮২%। ৬০ আসনের মেঘালয় বিধানসভার ৫৯টি আসনে এদিন ভোট হয়েছে৷ সোহিয়ং বিধানসভা কেন্দ্রে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এদিন সেখানে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
আরও পড়ুন-রাজ্যের নিরাপত্তা অধিকরণের ভবন উদ্বোধনে মুখ্যমন্ত্রী
মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, তুরায় সামান্য গন্ডগোল ছাড়া মোটের ওপর ভোট শান্তিপূর্ণই হয়েছে। সার্বিকভাবে ৭৪ শতাংশ ভোট হলেও কোনও কোনও আসনে ৭৫-৮০, ৮২-৮৫ শতাংশ ভোট পড়েছে।
এদিনের ভোটে নজর ছিল গারো-খাসি ও জয়ন্তীয়ার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এইসব এলাকাতেও নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়েছে। পরিবর্তনের লক্ষ্যে এদিন সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে মহিলাদের লাইন ছিল চোখে পড়ার মতো। সীমান্তবর্তী এলাকাগুলিতেও মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। শিলং শহরের ভোটকেন্দ্রগুলিও ছিল জমজমাট। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিজেদের ভোট দিয়ে এলাকায় বেরোন ভোট দেখতে। সোমবার দুপুর ২টো নাগাদ নিজের টিকরিকিলা কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন মুকুল সাংমা। তিনি দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন-বুথ ফেরত সমীক্ষা, সরকার গড়ার চাবিকাঠি এখন তৃণমূলের হাতে
মেঘালয় বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। অঙ্ক কষে প্রতিটি বিধানসভা ধরে প্রার্থী-তালিকা ধরে চুলচেরা বিশ্লেষণের পর চূড়ান্ত প্রার্থী-তালিকা প্রকাশ করে দল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার জনসভা, রোড শো করে প্রচারে ঝড় তুলে দিয়েছিলেন। অবশেষে সোমবার ভোট পরীক্ষা মিটল নির্বিঘ্নে। এবার অপেক্ষা ২ মার্চের। ফল প্রকাশের পর এবার মেঘালয়ে নতুন সূর্যোদয়ের পালা।