বিজেপি-কংগ্রেসে ধস, দলে দলে তৃণমূলে যোগ মালদহে

এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফিরোজ শেখ, হাসিমউদ্দিন আহমেদ প্রমুখ।

Must read

সংবাদদাতা, মালদহ : বিরোধী শিবিরে ভাঙন। মালদহে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বহু বিজেপি ও কংগ্রেস নেতা-সহ কর্মীরা। অনুন্নয়ন, গোষ্ঠীদ্বন্দ্ব, সমন্বয়ের অভাব— এমনই একাধিক অভিযোগ তুলে বিজেপি ছাড়লেন দুই গ্রাম পঞ্চায়েত সদস্য। তাঁদের সঙ্গেই ২০০ কর্মী-সমর্থক যোগ দেন তৃণমূল কংগ্রেসে। একই দিনে কংগ্রেসের চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। পাশাপাশি বিজেপির দু’জন গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক এদিন শাসক দলে নাম লেখান।

আরও পড়ুন-লেদার কমপ্লেক্সে বন্ধ ঘরে আগুন, মৃত ১

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করায় সংগঠন অনেকটা শক্তিশালী হবে বলে আশা স্থানীয় নেতৃত্বের। এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফিরোজ শেখ, হাসিমউদ্দিন আহমেদ প্রমুখ। এ-বিষয়ে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, কংগ্রেস বিজেপি ছেড়ে ৬ জন গ্রাম পঞ্চায়েত সদস্য এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নের উপর ভরসা করেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান। যোগদানকারীরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসে থেকেই একমাত্র উন্নয়ন সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে উন্নয়নযজ্ঞে শামিল হতেই যোগদান।

Latest article