অপমানের জবাব দেবেন রাজ্যের মানুষ : সৌগত

জাতীয় মেডেলে বাংলাকে বঞ্চনার অভিযোগের এই ঘটনাকে কেন্দ্র করেই আরও একবার রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে তৃণমূল৷

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার পরিণতিতে ফের বঞ্চিত বাংলা৷ এবার কেন্দ্র প্রকাশিত জাতীয় পুলিশ তালিকায় বঞ্চনা করা হয়েছে বাংলার সিনিয়র পুলিশ আধিকারিকদের৷ তাঁদের স্বীকৃতির জন্য নেই কোনও জাতীয় মেডেল৷ সাম্প্রতিককালে এমন নজির বিরল। বুধবার দিল্লি থেকে জাতীয় পুলিশ মেডেলের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বাংলার তিন জন মাত্র পুলিশ কর্মী বীরত্ব মেডেল পেয়েছেন৷ তাঁরা হলেন, ইন্সপেক্টর সঞ্জীব সেনাপতি, সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন, অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর রতনকুমার রায়৷

আরও পড়ুন-যোগীরাজ্যে দলিত শিশুকে ধর্ষণ সরকারি অফিসারের

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন বাংলার সিনিয়র পুলিশ আধিকারিকদের এবারের তালিকা থেকে ব্রাত্য রাখা হল? এই রাজ্যের সিনিয়র পুলিশ অফিসারদের কি কোনও যোগ্যতাই নেই? তাঁদের কর্মতৎপরতাকে সম্মান জানানোর কি কোনও প্রয়োজন করে না কেন্দ্র? নাকি এটাও প্রতিহিংসার রাজনীতির প্রতিফলন? জাতীয় মেডেলে বাংলাকে বঞ্চনার অভিযোগের এই ঘটনাকে কেন্দ্র করেই আরও একবার রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে তৃণমূল৷ এই প্রসঙ্গে সরাসরি মোদি সরকারকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ অধ্যাপক সৌগত রায়৷ তাঁর অভিযোগ, বাংলাকে বারবারই বঞ্চনা করা হয়েছে। এমন উদাহরণ আমরা আগে ভূরি ভূরি দেখেছি৷ এটা মোদি সরকারের চিরাচরিত নীতি৷ এরা সর্বদা বাংলাকে অসম্মান করে, পক্ষপাতিত্বমূলক আচরণের মাধ্যমে৷ এর আগে আমরা প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি তুলে ধরা বাংলার ট্যাবলো বাদ হওয়ার ঘটনা দেখেছি৷ আজ আরও একবার সেই ঘটনাই ঘটল৷ রাজ্যের সিনিয়র পুলিশ আধিকারিকদের সঙ্গে এই কেন্দ্রীয় বঞ্চনা, অবহেলা এবং অপমানের যোগ্য জবাব দেবেন বাংলার মানুষ৷ উল্লেখ্য, এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে মোট ১০৩৭ জনকে মেডেল প্রদান করা হচ্ছে৷ এর মধ্যে বিরোধী শাসিত রাজ্যগুলির তুলনায় বিজেপি শাসিত রাজ্যগুলির পুলিশকর্মী এবং সিনিয়র আধিকারিকদেরই বেশি মেডেল প্রদান করা হচ্ছে, দেখা যাচ্ছে সরকারি তালিকাতেই৷ পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসার স্পষ্ট প্রতিফলন।

Latest article