সংবাদদাতা, মালদহ ও রায়গঞ্জ: তাসের ঘরের মতো প্রতিদিন ভাঙছে বিরোধী শিবির। ক্রমশ শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত। অনুন্নয়ন ও সমন্বয়ের অভাবের মতো একাধিক অভিযোগ তুলে দলে দলে বিজেপি ও কংগ্রেস কর্মীরা যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে। রবিবার মালদহের কালিয়াচক ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি ও কংগ্রেস ছেড়ে বহু সদস্যরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কালিয়াচকের ২ নং ব্লকে মোথাবাড়িতে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন একাধিক সদস্য। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন-প্রতিবাদ হোক নৈরাজ্য নয়
পাশাপাশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন বিরোধী শিবিরের বহু কর্মী-সমর্থক। রবিবার নিজেস্ব কার্যালয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শতাধিক বিজেপি কর্মী-সমর্থক। যার মধ্যে রয়েছেন বিজেপি মণ্ডল সেক্রেটারি সহ শতাধিক। এদিন বিধায়কের কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন যোগদানকারীরা। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এই যোগদানে পুর এলাকায় সাংগঠনিক শক্তি বিস্তার হল তৃণমূল কংগ্রেসের। প্রায় ৩টি ওয়ার্ডে বিজেপি বলে কিছু থাকল না। দলে যোগদানকারীদের মধ্যে উজ্জ্বলকুমার দাস, ২০১৭ সালে পুরসভার বিজেপি প্রার্থী ছিলেন। রায়গঞ্জ ক্রমেই উন্নত হচ্ছে। অপরাধীদের কোনও জায়গা নেই এই দলে। মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন, রাস্তাঘাট, ড্রেন সব কিছু ভাল পরিসেবা দিচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা। মানুষও তাই উন্নয়নের পক্ষে তৃণমূলের যোগ দিচ্ছেন বলে জানান বিধায়ক।