মানুষকে আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে : সুপ্রতিম

Must read

প্রতিবেদন : বাজির আগুন থেকে সিলিন্ডার বিস্ফোরণ নাকি সিলিন্ডার ব্লাস্ট থেকেই আগুন বাজিতে? ধোঁয়াশা কাটাতে পাথরপ্রতিমার ঢোলাহাটের বিস্ফোরণস্থল পরীক্ষা করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই আটক করা হয়েছে কারখানার মালিককে। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সেই ঘটনার বিবৃতি পেশ করেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। তিনি বলেন, এখনও পর্যন্ত মোট ৮ জন মারা গিয়েছে। তার মধ্যে চারজন শিশু, তিনজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। বাড়িটি চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিকের। প্রাথমিক পর্যবেক্ষণ, বাড়িতে মজুত বাজি থেকে বিস্ফোরণ হয়েছে। সুপ্রতিম বলেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করা সম্ভব নয় পুলিশের পক্ষে। মানুষকে নিজে থেকেই ন্যূনতম সচেতন ও সতর্ক থাকতে হবে। জনবসতিপূর্ণ এলাকা থেকে নির্দিষ্ট দূরত্বে বাজি কারখানা তৈরি করতে হবে। সুপ্রতিম (Supratim Sarkar) জানান, ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডারও ব্লাস্ট করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করবেন। চন্দ্রনাথ ও তুষার বণিকের নামে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে কারখানা ছিল। তবে সেই কারখানা বেআইনি ছিল কিনা, নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বছর দশেক ধরে এই কারখানা চলছিল।

আরও পড়ুন- ভুয়ো ভোটার কার্ড নিয়ে আলোচনা বাতিল, রাজ্যসভায় ওয়াকআউট

Latest article