বাংলার বঞ্চনার বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস ও বিজেপির নেতারা মুখ না খুললেও সরব হলেন নিচুতলার কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি আদায়ের জন্য কেন্দ্রকে চিঠি লেখার যে আহ্বান জানিয়েছেন তাতেই সাড়া দিলেন বাম, কগ্রেস, বিজেপির দলীয় কর্মীরা। এর থেকেই প্রমাণিত হয়, এই তিন দলে ক্রমশ নিচুতলার কর্মীরা বিদ্রোহ করছেন। এই ঘটনা ঘটেছে উত্তরের প্রান্তিক শহর কালচিনি, হাসিমারাতে। আইএনটিটিইউসির আলিপুরদুয়ার জেলা সম্পাদক আনন্দ চন্দ বলেন, বুধবার কালচিনি ব্লকের হাসিমারা সহ বিভিন্ন এলাকায় শিবির করে আমরা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চিঠি লেখার কাজ করছি। সেখানেই লক্ষ করা গেল শুধু তৃণমূলেরই নয়, বিজেপি ও সিপিএমের নিচুতলার কর্মীরাও এতে নিজেদের লেখা চিঠি জমা দিচ্ছেন। এবং যাঁরা একশো দিনের টাকা পাননি সবাই নিঃসংকোচে তৃণমূলের শিবিরে আসছেন। এই ঘটনায় একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে, একশো দিনের টাকা আদায়ের যে আন্দোলনের ডাক অভিষেক বন্দ্যেপাধ্যায় দিয়েছেন, তা তৃণমূলের গণ্ডি পেরিয়ে বিরোধী শিবিরেও যথেষ্ট সাড়া ফেলেছে।