সুস্মিতা মণ্ডল, পাথরপ্রতিমা : রবিবার বিকেল থেকে জোড়া বাঘের আতঙ্কে ভুগছেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার হেরম্বগোপালপুর পঞ্চায়েতের দক্ষিণ কাশীনগর পঞ্চায়েতের বাসিন্দারা। পাশ দিয়ে বয়ে গিয়েছে ঠাকুরান নদী। আর নদীর দুই পাড়ে দুই জঙ্গল। একপাশে ঢুলিভাসানি-২ ও অন্যপাশে সরলার জঙ্গল। রবিবার বিকেলে নদীতে মাছ ধরার সময় বাঘ দুটিকে নদী পার হয়ে সরলার জঙ্গলে ঢুকতে দেখেন মৎস্যজীবীরা।
আরও পড়ুন : Rajyasabha: রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন লুইজিনহ ফালেরিও
সেই ছবি মোবাইলবন্দি করেন কেউ কেউ। এই খবর চাউর হতেই গ্রাম জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। রাতে গ্রামে জেনারেটার জ্বালিয়ে রাখা হয়েছিল। রাতপাহারায় ছিলেন গ্রামের যুবকেরা। রাতেই খবর দেওয়া হয় বন দফতরকে। সকালে নদীর পাড়ের জঙ্গলে মেলে বাঘের পায়ের ছাপ। তারপরেই এলাকায় বাঘ ঢোকার ব্যাপারে আরও নিশ্চিত হন এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে বন দফতরের রায়দিঘি রেঞ্জের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জঙ্গল বরাবর নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলার কাজ চলছে। ফলে সহজে বাঘ জঙ্গল থেকে লোকালয়ে ঢুকতে পারবে না। নিয়ে আসা হয়েছে বাঘ ধরার খাঁচা। রাতে এই খাঁচায় জ্যান্ত ছাগল দিয়ে বাঘ ধরার টোপ দেওয়া হতে পারে। ঢুলিভাসানি-২ জঙ্গল বাঘেদের ডেরা। ওই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছে। স্থানীয় গৃহবধূ সুচিত্রা মণ্ডল বলেন, আমরা বাঘের পায়ের ছাপ দেখেছি। সকলে খুব ভয়ে আছি। বন দফতরের লোকজন এসে জাল দিয়ে ঘিরে ফেলেছে। রাতপাহারা দিচ্ছে ছেলেরা। জেলার মুখ্য বনাধিকারিক মিলন মণ্ডল বলেন, একজোড়া বাঘ ঢুকেছে বলে আমরা খবর পেয়েছি। জাল, খাঁচা নিয়ে বনকর্মী ও রেঞ্জার ঘটনাস্থলে আছেন। এলাকাবাসীকে সুরক্ষিত রাখাই আমাদের লক্ষ্য।