শান্তনু বেরা, খেজুরি: উপভোক্তা হিসেবে কোলের ছোট্ট শিশুকে নিয়ে সোমবার খেজুরির প্রশাসনিক বৈঠকে সবুজশ্রী প্রকল্পের গাছের চারা ও উপহার সামগ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিতে এসেছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে যেতেই তিনি সুপ্রিয়াদেবীর কোল থেকে ফুটফুটে শিশুকে সস্নেহে নিজের কোলে টেনে নিলেন। মুখ্যমন্ত্রীর গভীর ‘মমতা’ দেখে চিৎকারে ফেটে পড়ল প্রশাসনিক বৈঠকে আসা ছোট থেকে বড় সকলেই। এরপর মুখ্যমন্ত্রী সেই শিশুটিকে আদর করলেন। আশীর্বাদ করলেন।
আরও পড়ুন-আবেদনের ২ ঘণ্টার মধ্যেই বাড়িতে বিদ্যুৎ
উপহার হিসেবে দেওয়া টেডি বিয়ার শিশুটির মুখের কাছে নিয়ে গিয়ে মজা করলেন। ফের উল্লাসে ফেটে পড়ল উপস্থিত জনতা। একইভাবে এদিন পরিষেবা নিতে আসা অঙ্কিতা দাসের শিশুকেও কোলে নিয়ে সস্নেহে পিঠ চাপড়ে দিলেন মুখ্যমন্ত্রী। চিৎকারের ঢেউ আবার খেলে গেল প্রশাসনিক বৈঠকে প্যান্ডেলের একেবারে সামনে থেকে শেষ পর্যন্ত। এভাবে এদিন সরাসরি ৪৪ জন উপভোক্তার হাতে পরিষেবা ও উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চের কাছেই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী চলে যান স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতের কাজের স্টলে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন। হাতের কাজও ঘুরে ঘুরে দেখেন।
আরও পড়ুন-তিন লাখ উপভোক্তাকে ৭৯টি সরকারি পরিষেবা প্রদান
মুখ্যমন্ত্রীকে একেবারে হাতের কাছে পেয়ে রীতিমতো উচ্ছ্বাসে উল্লসিত ও অভিভূত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। একজন বললেন, “আমাদের মতো মাটির মানুষদের কাছে মুখ্যমন্ত্রী এসে এমন ব্যবহার করলেন, যেন একেবারে আমার বাড়ির মেয়ে। কাছের মানুষ!” এদিন সভার একটা অংশে প্ল্যাকার্ড হাতে বসে ছিল কন্যাশ্রীর মেয়েরা। বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী থ্রি-এর কথা বলতেই প্ল্যাকার্ডগুলো তুলে ধরে কন্যাশ্রীর মেয়েরা বেজায় উল্লাস প্রকাশ করে।