প্রতিবেদন : মানুষ দেখুক, দেশের বিচারব্যবস্থা যাঁদের হাতে, তাঁদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা! কটাক্ষ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার। তার পরেও নামেনি শাস্তির খাঁড়া! সোমবার, লোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ন্যায়বিচার যাঁরা করবেন, তাঁদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সব থেকে বড় রাজনৈতিক ইস্যু হবে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা। অভিমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, ২ লক্ষ কোটি অনেক বড় অঙ্কের টাকা। বাংলার সাধারণ মানুষের হকের টাকা। অন্যায় ভাবে এই টাকা আটকে রাখা হয়েছে। বিজেপির বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে, এটা ওদের বুমেরাং হবে। অভিষেক মনে করিয়ে দেন, মনরেগা ও ১০০ দিনের কাজের টাকা না পেলে ফের কর্মসূচির পরিকল্পনা বিষয়ে ভাবতে হবে। তিনি বলেন, বিজেপি বারবার ভোটে হারছে কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারছে না।
আরও পড়ুন-বাড়ির বাইরেও টাকা! সংসদে বৈঠক
দোলের দিন আগুন লাগার ঘটনায় প্রকাশ্যে আসে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে ব্যাপক নগদ টাকা মজুত থাকার ঘটনা। রবিবারে দিল্লিতে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গঠিত ৩ সদস্যের তদন্তকারী দল। এরপর স্থানীয় বাসিন্দারা রবিবার বিচারপতির বাড়ির বাইরের বাগান থেকে ছেঁড়া নোটের অংশ উদ্ধার করেন। সেগুলিও তদন্ত কমিটিকে জানানো হয়। এরপরেও গোটা বিষয়টাকে চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা দিল্লি হাইকোর্টের বিচারপতির। তবে এই ইস্যুতে কোনওভাবেই পিছিয়ে আসতে নারাজ বিরোধী দলগুলি। সোমবার রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনলেন মল্লিকার্জুন খাড়গে। যার জেরে বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।