সংবাদদাতা, দুর্গাপুর: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ। উপচে পড়েছে উচ্ছাস ও আবেগ। হুড খোলা গাড়িতে চেপে সকলের উদ্দেশে তখন হাত নেড়ে চলেছেন রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লকের গ্রামে গ্রামে যেন লেগেছে উৎসবী ছোঁয়া। কারও দিকে হাসি মুখে হাত বাড়িয়ে দিচ্ছেন নেত্রী। কারও সঙ্গে করমর্দন, কারও আবদারে সেলফিতে এক্সপোজার দিয়ে চলেছেন ক্লান্তিহীনভাবে।
আরও পড়ুন-জয় দিয়ে শুরু মোহনবাগানের
মাথার উপর সূর্য তখন প্রবল আক্রোশে ঢেলে দিচ্ছে তার সমস্ত তেজ। সেই রোদ গরম উপেক্ষা করেই গলসির উড়ো, পুরষা প্রভৃতি গ্রাম থেকে এসেছেন বৃদ্ধ মাধব হালদার, শাহজাদী বেওয়া, বিকাশ কর্মকাররা। গলসি গ্রামের মাছ ব্যবসায়ী নারায়ণ দাস এসেছেন আড়ত বন্ধ করেই। সকলেই যেন সায়নী ঘোষের পরশেই পাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পরশ। তাই কেউ বলছেন, দিদি একবার তোমার হাতটা আমার ছেলের মাথায় দিয়ে আশীর্বাদ করে দাও। কেউ বলছেন দিদি, একটা সেলফি নেব, একবার গাড়ি থেকে নেমে এসো।
আরও পড়ুন-মার্টিনেজকে গোল্ডেন গ্লাভস শ্রীভূমির
সকলের সব দাবি মেটাতে মেটাতে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ রাস্তায় শো করে মানুষের হৃদয় ছুঁয়ে গেলেন এই যুবনেত্রী। আপ্লুত সায়নীও। মানুষের এই উচ্ছ্বাস প্রমাণ করে দেয় পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল কংগ্রেসই। এই রোড-শো একটা সময় জনারণ্যের চেহারা নেয়। সায়নী বয়স্ক মহিলাদের মা বলে সম্বোধন করে জানতে চান তাঁরা কেমন আছেন। এই আন্তরিকতায় মুগ্ধ স্থানীয় মানুষজন।