”প্রত্যুত্তর জনগণ দেবে”, আইপ্যাক অফিস থেকে বেরিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রতীক জৈনের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

প্রতীক জৈনের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে একবার বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির উদ্দেশ্য তাঁর দলের নির্বাচনী কৌশলের তথ্য ‘ট্রান্সফার’ করা। ইডির এই হানা ‘মার্ডার অফ ডেমোক্রেসি’। আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। এদিন বিকেল নাগাদ আইপ্যাকের দফতরে প্রতীক পৌঁছোলে প্রায় পৌনে চার ঘণ্টার পর সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, ”এই আক্রমণের প্রত্যুত্তর’ জনগণ দেবে। আমরা মানহানির মামলা করব।” চার ঘণ্টা পর অবশেষে প্রতীক জৈন ঢুকতেই আইপ্যাকের সেক্টর ফাইভের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

তিনি বলেন, ”ইডি ফরেন্সিক টিম যে কাজ করেছে সেটা নিয়ে FIR হবে| গাড়িতে যে কাগজ রাখা হয়েছে সেগুলো আমাদের দলের কাগজ। আমাদের আর্থিক লেন দেন সংক্রান্ত নথি নিয়েছে, বিজেপির তো কাউকে ধরে না। যত সিট আপনাদের পাওয়ার কথা ছিলো, এর পর তো আপনারা শূন্য হয়ে যাবে। আমাদের নির্বাচনের যাবতীয় কৌশলগত নথি ছিনিয়ে নিয়েছে। বাংলার উপর যে হামলা ওরা করেছে এর উত্তর জনগণ দেবে বলে, আমি বিশ্বাস করি। আমরা সবসময় সত্য অনুসন্ধান করতে দেব। পরিস্থিতির উপর নজর রাখছি। আইপ্যাকের অফিস থেকে কী কী নথি লুট হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে।”

Latest article