সংবাদদাতা, রানাঘাট : রানাঘাট পুরসভা ভবঘুরেদের জন্য তৈরি করেছে আবাসন। এছাড়াও তৈরি হয়েছে তালপুকুর পাড়া এলাকায় বনানী নামে পার্ক। হয়েছে বিপণনকেন্দ্র স্বয়ংসিদ্ধ, চূর্ণীনদীর ধারে সৌন্দর্য এবং বৈকালিক নামে বিনোদন পার্ক। সরকারের এরকম একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন (TMC) পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষকর, পুর প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়, শেখর মুহুরি, দুলাল চন্দ্র প্রমুখ।
চন্দ্রিমা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মানুষের জন্য একাধিক প্রকল্প চালু রেখেছেন। একাধিক উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে চলছে। মানুষ আমাদের পাশে আছেন। তাই আগামী পুর নির্বাচনে তার জোরেই ভোটে জিতব (TMC)। এখানে বিরোধীদের কোনও ইস্যু নেই। বিজেপি অস্তিত্বহীনতায় ভুগছে। প্রতিদিন ভাঙন। তাই মানুষ দু’হাত ভরে আশীর্বাদ করবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন। ভবঘুরেদের আবাসন তৈরি করতে খরচ হয়েছে ১ কোটি ৪৪ লক্ষ টাকা।