মানুষ বঞ্চনার জবাব দেবেন, ভোট দিয়ে বললেন অভিষেক

Must read

গত পাঁচ বছর ধরে বাংলার মানুষকে বঞ্চনা করা হয়েছে তার জবাব মিলবে আগামী ৪ জুন। সপ্তম তথা শেষ দফায় ভোট দিয়ে এমনটাই জানালানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ৯টা ৪৫ নাগাদ নিজের ভোট কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। সকলকে ভোট দেওয়ার আহবান জানান তিনি (Abhishek Banerjee)। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বাংলার টাকা আটকানোর মতো একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের প্রতি বাংলার মানুষের যে ক্ষোভ রয়েছে এই ভোটে তার প্রতিফলন ঘটবে বলে আশাবাদী অভিষেক। শুধু আজকের ৯ কেন্দ্রেই নয় সারা রাজ্য জুড়ে সার্বিকভাবে ৪২ কেন্দ্রেই মানুষের স্বতঃস্ফূর্ত রায় প্রকাশ পাবে বলে জানালেন তিনি। আজ তাঁর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট চলছে, তাই মিত্র ইনস্টিটিউশন থেকেই সোজা আমতলার দিকে রওনা দেন আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী।

প্রধানমন্ত্রীর ধ্যান নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। মানুষের করের টাকায় লোক দেখাতে ধ্যানে বসেছেন। আমিও ১০ মিনিট ধ্যান করে বেরিয়েছি, কিন্তু বাড়িতে। লোক দেখাতে নয়। লজ্জা নেই এদের।”  শেষে তাঁর সংযোজন, “আপনার এই মিডিয়া নিয়ে ধ্যান করতে বসায় কোনও গরিবের উপকার হবে? হলে করুন। আপত্তি নেই।”

আরও পড়ুন-সপ্তাহান্তে চিন্তায় যাত্রীরা, আজ ও কাল বাতিল একাধিক লোকাল ট্রেন

Latest article