সংবাদদাতা, জলপাইগুড়ি : দুয়ারে সরকারে আবেদন করেই সমাধান। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। বৃহস্পতিবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালের তরফ থেকে মোট ৪৫ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে প্রতিবন্ধী সার্টিফিকেট তুলে দেন ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী। অন্যদিকে একইভাবে মহকুমার অন্তর্গত বানারহাট হাসপাতালে ১৩ জনের হাতে তুলে দেওয়া হয় এই সার্টিফিকেট।
আরও পড়ুন-সহায়কমূল্যে আলু কেনা শুরু রাজ্যের
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী বানারহাট ব্লকে ফাইলেরিয়া বা গোদ রোগে আক্রান্ত রোগী মোট ২৫ জনের হাতে তুলে দেওয়া হয় প্রতিবন্ধী সার্টিফিকেট। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী বলেন, “দুয়ারে সরকারে যারা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য হাসপাতালে ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ক্যাম্পের। সেই ক্যাম্পের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে যাদেরকে যোগ্য বলে মনে করেছেন তাদের হাতে প্রতিবন্ধী সার্টিফিকেট তুলে দেওয়া হয়।” সার্টিফিকেট পেয়ে ধূপগুড়ির ভেমটিয়া বারঘরিয়ার বাসিন্দা সন্তোষ রায় বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য চেষ্টা করছিলাম কিন্তু পাইনি। ধন্যবাদ জানাই মা মাটি মানুষের সরকারকে যে দুয়ারে সরকারের মতো এত সুন্দর ব্যবস্থা করেছিল যে কারণে আমার এই সার্টিফিকেট পেতে সুবিধা হল। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, দলের কর্মসূচিতে কলকাতায় রয়েছি তাই নিজের হাতে তুলে দিতে পারলাম না। তবে খুব ভালো লাগলো মহকুমা হাসপাতালের তরফ থেকে এত তাড়াতাড়ি তারা এই সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে পেরেছে, ধন্যবাদ জানাই স্বাস্থ্য দফতরকে।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…