দলে পারফরম্যান্সই শেষ কথা : অভিষেক

Must read

প্রতিবেদন : আগেও তিনি একথা বলেছেন। আবারও সেই পারফরম্যান্সের মাপকাঠিতে সতর্ক করলেন দলীয় নেতা-কর্মীদের। সোমবার দলের ভার্চুয়াল বৈঠকে ফের তৃণমুলের সর্বস্তরের নেতা-নেত্রীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্মরণ করিয়ে দিলেন, পারফরমেন্সই শেষ কথা। এদিন রাজ্যজুড়ে বৈঠকে থাকা নেতৃত্বকে সতর্ক করে তাঁর স্পষ্ট কথা, যারা মনে করছেন, তাদের ভোট হয়ে গিয়েছে, তাঁরা ভুল ভাবছেন। যাঁরা মনে করছেন আমার ভোট নয়, তাঁরা ভুল করছেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে দলের নির্দেশ সত্ত্বেও গা লাগাচ্ছেন না, তারা ভুল করছেন। ভবিষ্যতে পারফরমেন্সের ভিত্তিতেই দল আপনাদের ভোটের টিকিট দেবে। এটা ভালো করে বুঝে নিন। ফলে সবকিছু ভুলে গিয়ে দল যে দায়িত্ব আপনাকে দিয়েছে, তা পালন করুন। কোনও কাজ করবেন না, শুধু চেয়ার গরম করার জন্য আপনি থাকবেন, সেটা হবে না। সেক্ষেত্রে দল যথাযথ ব্যবস্থা নেবে।

আরও পড়ুন-মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত, শিলিগুড়িতে হবে মহাকাল মন্দির, কনভেনশন সেন্টারও

Latest article