মালদহে দুটি ঘাটে হচ্ছে পাকা জেটি

অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমিসংস্কার) শম্পা হাজরা জানান, আইডব্লুএআইএ-র প্রতিনিধিরা ইতিমধ্যেই দুটি ঘাট পরিদর্শন করেছেন।

Must read

সংবাদদাতা, মালদহ: সারা বছর নৌকো বা বার্জে যাতায়াত করতে হয় মালদহ জেলার মানিকচক ও পারলালপুরের বাসিন্দাদের। নরম মাটির উপর বাঁশের তৈরি সেতু দিয়ে নৌকা কিংবা বার্জে উঠতে হয়। সেই কারণে নিরাপত্তাহীনতায় ভোগেন যাত্রীরা। এবার মিটতে চলেছে সেই সমস্যা। মালদহের পারলালপুর ও মানিকচকে গঙ্গার দুটি ঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হতে চলেছে জেটিঘাট।

আরও পড়ুন-পাহাড়ে গণতন্ত্র ফেরান, বার্তা মন্ত্রীর

অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমিসংস্কার) শম্পা হাজরা জানান, আইডব্লুএআইএ-র প্রতিনিধিরা ইতিমধ্যেই দুটি ঘাট পরিদর্শন করেছেন। রিপোর্ট জেলা প্রশাসনের হাতে পৌঁছলেই শুরু হবে পাকা জেটি তৈরির কাজ। এটি হলে নৌকা ও বার্জে করে নদী পারাপার করা কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। কালিয়াচক ৩ নং ব্লকে পারলালপুর ঘাট দিয়ে মুর্শিদাবাদের ধূলিয়ানে যাতায়াত করেন প্রায় চার হাজার মানুষ। জেটি না থাকায় বর্ষাকালে পারাপারের জন্য ৪০ টাকা গুনতে হয় যাত্রীদের। এই ঘাটে ৮১টি নৌকো প্রতিদিন যাতায়াত করে। এই দুই এলাকার মানুষজন দীর্ঘদিন পাকা জেটির দাবি জানিয়ে আসছিলেন।

Latest article