দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন,কোনো অবস্থাতেই দলের ভাবমূর্তি নষ্টকারি বিবৃতি বরদাস্ত করবে হবে না। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠককের পর বললেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, বলা সত্বেও কয়েকজন কিছু বিষয় নিয়ে ক্রমাগত সংবাদমাধ্যমে বিবৃতি ও পাল্টা দিচ্ছেন। এটা ঠিক নয়। দল কড়া নজর রাখছে। সোশ্যাল মিডিয়াতেও যারা বিভিন্ন মন্তব্য করে পোস্ট করছেন তাদেরকেও বলব এসব থেকে বিরত থাকুন। দল কড়া নজর রাখছে। শনিবারের পর দলের কেউ কোথাও তা সে যে প্লাটফর্মে হেক না কেন দলের অভ্যন্তরিন বিষয়ে মুখ খুললে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না।
আরও পড়ুন – উধাও বিজেপি, পাশে যুবশক্তি
কিছু বিষয় নিয়ে কয়েকদিন সংবাদমাধ্যমে বিবৃতি ও পাল্টা বিবৃতি চলতে থাকে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় ট্রোল্ড করা। এরপরেই হস্তক্ষেপ করে দলের শীর্ষ নেতৃত্ব। শনিবার ভবানিপুরে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি সুব্রত বক্সীর অফিসে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসে। সিদ্ধান্ত হয় এসবে ইতি টানতে হবে। সেই অনুযায়ী বৈঠক শেষে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।