মুম্বই, ২১ জানুয়ারি : এখনও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিসিআই। আলোচনায় আছে কয়েকজনের নাম। তার মধ্যে রোহিত শর্মাও আছেন। তবে যদি কেভিন পিটারসেনের ভোট চাওয়া হয়, তাহলে তিনি রোহিতকেই নেতা বেছে নেবেন।
বিরাট কোহলিকে সরিয়ে আগেই একদিনের দলের নেতৃত্ব রোহিতের হাতে তুলে দিয়েছে বিসিসিআই। তবে চোটের জন্য তিনি দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি। স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসাবে কাজ চলেছেন কে এল রাহুল। কিন্তু প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক পিটারসেন বলেছেন, রোহিতকেই অধিনায়ক করা উচিত। তিনি যে দারুণ অধিনায়ক সেটা আগেই দেখিয়েছেন।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ ১৬ অক্টোবর-১৩ নভেম্বর
পিটারসেনের কথায়, ‘‘ভারতের হাতে অনেক অপশন আছে। এজন্য ওরা ভাগ্যবান। কিন্তু আমাকে বললে আমি রোহিতকেই অধিনায়ক বেছে নেব। ও দারুণ অধিনায়ক। যে কর্তৃত্ব নিয়ে দল পরিচালনা করে, সেটা আমার খুব ভাল লাগে। ও যে দারুণ সব সিদ্ধান্ত নিতে পারে সেটা আমরা আইপিএলে দেখেছি। তবে আমি এটা দেখতে আগ্রহী যে রাহুল দ্রাবিড় কী চায়। ও জুনিয়রদের নিয়ে কাজ করতে আগ্রহী, নাকি সিনিয়রদের নিয়ে।”
এদিকে, পিটারসেন আরও জানিয়েছেন, তিনি বিরাট কোহলি টি-২০ দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় অবাক হননি। বায়ো বাবলের মধ্যে খেলা এখন সত্যি কঠিন। তাঁর এও মনে হচ্ছে যে, জৈব সুরক্ষা বলয় হয়তো বিরাটের মতো এন্টারটেনারের থেকে অনেকটা ক্রিকেট কেড়ে নিয়েছে।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…