মাহেশের রথকে ইউনেস্কো স্বীকৃতির দাবিতে আবেদন

পুরীর (Puri) পর দেশের বৃহত্তম রথযাত্রা হল হুগলির মাহেশের (Mahesh) রথযাত্রা। চলতি বছর মাহেশের রথ যাত্রা ৬২৮ বছরে পা দিল।

Must read

পুরীর (Puri) পর দেশের বৃহত্তম রথযাত্রা হল হুগলির মাহেশের (Mahesh) রথযাত্রা। চলতি বছর মাহেশের রথ যাত্রা ৬২৮ বছরে পা দিল। সেই উপলক্ষেই মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ড মাহেশের রথকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার আবেদন জানায়। শুধু তাই নয়, বালা সন্দেশ ও গুটকে সন্দেশ যাতে জিআই ট্যাগ পায়, সেই আবেদন করা হয়েছে। মার্টিন বার্ন কোম্পানীর তৈরি লোহার এই রথের বয়স ১৩৮ বছর। আগে যদিও মাহেশে কাঠের রথ ছিল। পরে সেটা লোহার রথ করা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিদিনই সেবা হয়। এই জগন্নাথ দেবের প্রসাদে বালা সন্দেশ ও গুটকে সন্দেশ খুব গুরুত্বপূর্ণ। প্রভু জগন্নাথকে মিষ্টি হিসেবে এখানে যে ভোগ নিবেদন করা হয় সেটা বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ।

আরও পড়ুন-পরকীয়া লুকোতে বোলপুরে আগুন দিয়ে পুড়িয়ে খুন

মাহেশের মাহাত্ম্য গোটা দেশ জুড়ে ছড়িয়ে আছে। সেই সব ইতিহাস এর ওপর ভরসা করেই মনে করা হচ্ছে ইউনেস্কো স্বীকৃতি দিলে শ্রীরামপুরের বুকে এটি হবে এক গৌরবময় অধ্যায়। মাহেশ জগন্নাথ দেবের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সরকারের প্রশাসনিক দফতরের এই আবেদন জানান হয়েছে। সরকারি সাহায্য পেলে এই উদ্যোগ সফল হবে বলেই মনে করছেন তারা।

Latest article