প্রতিবেদন : দেশ জুড়ে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। কার্যত প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেল। পিছিয়ে নেই রান্নার গ্যাসেরও। পরিসংখ্যান বলছে, মাত্র দেড় বছরে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩৬ টাকা, ডিজেল বেড়েছে সাড়ে ২৬ টাকা। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অতিমারি শুরু হওয়ার পর থেকেই দেশে জ্বালানির দাম লাগামছাড়া।
আরও পড়ুন : ত্রিপুরায় বিজেপির বর্বরতা চলছেই প্ররোচনা উপেক্ষা করে পথে তৃণমূল
গত বছরের মে মাস থেকে দুই জ্বালানির উপর করের পরিমাণ নজিরবিহীন ভাবে বাড়তে থাকে। ২০২০ সালের ৫ মে জ্বালানির উপর আরও আবগারি শুল্ক চাপায় কেন্দ্রীয় সরকার। তার পর থেকে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৫.৯৮ টাকা এবং ২৬.৫৮ টাকা। আন্তর্জাতিক বাজারে অবশ্য ব্যারেল প্রতি তেলের দাম ১৯ ডলারের মতো কমে গিয়েছিল। কিন্তু নিজেদের কোষাগার ভরাতে জ্বালানির ওপর আবগারি শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি জ্বালানির দাম ৮৫ ডলারে চড়ে যাওয়ার পরও সরকার পেট্রোল ও ডিজেলের উপর লিটার প্রতি আবগারি শুল্ক যথাক্রমে ৩২.৯০ টাকা এবং ৩১.৮০ টাকা রেখে দিয়েছে। এই অবস্থায় গরিব ও মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার অবস্থা। কবে কীভাবে মুক্তি মিলবে আপাতত তারই অপেক্ষায় আমজনতা।