প্রতিবেদন : ফের বাড়ল জ্বালানির দাম। বুধবার ৩৪ পয়সা দাম বাড়ল পেট্রোলের। ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল লিটার প্রতি ১০৮.৪৬ টাকা। ডিজেল লিটার প্রতি ৯৯.৪৩ টাকা। কলকাতায় সেঞ্চুরি থেকে মাত্র ২২ পয়সা দূরে ডিজেল। জেলায় অনেকদিন আগেই সেঞ্চুরি পার হয়েছে ডিজেলের। করোনা সংকটের মধ্যেই পেট্রোপণ্যের দামবৃদ্ধি। জ্বালানি তেল থেকে রান্নার গ্যাস সবই অগ্নিমূল্য। ডিজেল প্রায় সেঞ্চুরি করে ফেলার পর ব্যবসা কীভাবে চলবে, তা নিয়ে আশঙ্কায় বহু পরিবহণ ব্যবসায়ী। অনেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। দুশ্চিন্তায় মধ্যবিত্ত গাড়ির মালিকরাও।