কেন্দ্রের পিএফ অফিসের ঘুঘুর বাসা ভাঙতে হবে, জলপাইগুড়ির শ্রমিক সমাবেশে ডাক ঋতব্রতর

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দফতর ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন ঋতব্রত।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি ও জলপাইগুড়ি : কেন্দ্রের প্রভিডেন্ট ফান্ড দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এই বাসা ভাঙতে হবে। বুধবার জলপাইগুড়ির শ্রমিক সমাবেশে এমনটাই বললেন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড দফতর ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন ঋতব্রত। কেন্দ্রের ভ্রান্তনীতিকে তুলোধোনা করে এদিন ঋতব্রত আরও বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রে চা মালিকদের সুবিধা পাইয়ে দিতে গিয়ে শ্রমিকদের বঞ্চনা করা হচ্ছে ।

আরও পড়ুন-যুব ডার্বিতেও জয়, অভিনন্দন মোলিনার

পিএফ দফতরকে সমস্যা সমাধানে সময় বেঁধে দিয়ে ঋতব্রত জানিয়েছেন, আগামী দিনে জলপাইগুড়ি আঞ্চলিক পিএফ দফতর ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করা হবে। প্রবল ঠাণ্ডা উপেক্ষা করে এদিনের সমাবেশে শ্রমিক-সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে উপস্থিত ছিলেন, মন্ত্রী বুলু চিকবরাইক, তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে-সহ বিভিন্ন নেতারা। একইদিনে শিলিগুড়িতেও সমাবেশ এবং রক্তদান শিবিরেও উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখানে তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিিউসির সভাপতি নির্জল দে। দার্জিলিং জেলার আইএনটিটিইউসির সমতলের পক্ষ থেকে শিলিগুড়িতে এদিন মেগা রক্তদান শিবির ও বস্ত্রদান হয়। দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়ার পর ওই মঞ্চেও কেন্দ্রকে একহাত নেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এর লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে দল। সঙ্গে আছেন শ্রমিকেরা। তাঁরাই এই বঞ্চনার জবাব দেবেন। শ্রমিকদের দাবি আদায়ে লাগাতার চলছে কর্মসূচি। বাগানগুলিতে ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল লাইন মিটিং। ১৪ জানুয়ারি শেষ হয়েছে। পরবর্তী কর্মসূচি রয়েছে পিএফ অফিস ঘেরাও। প্রত্যেকটি কর্মসূচিতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। পাশাপাশি তিনি আরও বলেন এই সংগঠন ৩৬৫ দিনের সংগঠন। যেখানে সকলে মিলে কাজ করেন। এই একতাই তৃণমূল কংগ্রেসের বড় শক্তি।

Latest article