হোমিওপ্যাথি চিকিৎসার মান ও পরিকাঠামো নিয়ে বৈঠকে পিএইচএ

বৈঠকে রাজ্যের বিভিন্ন হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের পরিকাঠাোমো ও পরিষেবার মান আরও উন্নত করতে রূপরেখা তৈরি করা হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : রাজ্যের বিভিন্ন হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, অধ্যাপক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করলেন পিএইচএ বা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কর্তারা। শনিবার হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ও পিএইচএর রাজ্য সভাপতি ডাঃ শশী পাঁজা, সহ-সভাপতি ও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, ডাঃ নির্মল মাজি সহ অন্যরা।

আরও পড়ুন-চমক দিয়ে সেমিফাইনালে মোহনবাগান

বৈঠকে রাজ্যের বিভিন্ন হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের পরিকাঠাোমো ও পরিষেবার মান আরও উন্নত করতে রূপরেখা তৈরি করা হয়। সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হোমিওপ্যাথি চিকিৎসক, হবু চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা বৈঠকের শেষে সন্তোষ প্রকাশ করেন। ডাঃ শশী পাঁজা জানান, রাজ্যের প্রতিটি জেলায় সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে নিয়ে আমরা ধাপে ধাপে এইরকম বৈঠক করব। পরিকাঠামো ও পরিষেবার মান আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। সবাইকে নিয়ে সেই লক্ষ্যেই এগিয়ে যাব আমরা।

Latest article