জাতীয়

পহেলগাঁও হত্যাকাণ্ডের ধাক্কা সামলে ঘু্রে, দাঁড়াচ্ছে ভূস্বর্গ, খতিয়ে দেখলেন সাংসদরা

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা করছে ভূস্বর্গ কাশ্মীর৷ উপত্যকার মানুষের ঘুরে দাঁড়ানোর এই লড়াই সরেজমিনে খতিয়ে দেখলেন তৃণমূল সাংসদ দোলা সেনের নেতৃত্বাধীন বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১৩ জন সদস্য৷ তাঁদের সঙ্গে ছিলেন ১২ জন সরকারি আধিকারিকও৷ সাতদিন ধরে পহেলগাঁও, বৈসরন উপত্যকা, শ্রীনগর-সহ কাশ্মীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শনের সময়ে সেখানকার মানুষের সঙ্গে আলোচনা করে তাঁদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন বাণিজ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা৷

আরও পড়ুন-জেপিসি আসলে মোদি সরকারের মস্ত ভাঁওতা

মঙ্গলবার দিল্লিতে ফিরে এক বৈঠকে তাঁদের সিদ্ধান্ত, কাশ্মীর সফর সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সরকারের সব মন্ত্রকের কাছে পেশ করবে এই সংসদীয় কমিটি৷ জঙ্গি হামলার ধাক্কা কাটিয়ে কাশ্মীরের পর্যটন-সহ অন্যান্য শিল্পের উন্নয়নে কী কী করণীয়, সেই সব খুঁটিনাটি বিষয়ও তাঁরা সরকারের কাছে সুপারিশ করবেন। জানালেন বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন৷ তাঁর কথায়, কাশ্মীরের মানুষ কী চাইছেন, তাঁদের সর্বস্তরের কী সমস্যা, সেই বিষয়ে তাঁরা সবিস্তারে আমাদের খুলে বলেছেন৷ পশমিনা, আপেল, জাফরান এবং পর্যটন শিল্প নিয়ে কাশ্মীরের মানুষের সমস্যা এবং চাহিদার কথা শুনে বিস্তারিত রিপোর্ট তৈরি করছি আমরা৷ এই রিপোর্ট পেশ করা হবে কেন্দ্রীয় সরকারের কাছে৷ আমরা দেখেছি, কাশ্মীরে আগের তুলনায় ভয় কেটেছে৷ পহেলগাঁওতে অবশ্য এখনও অন্যান্য রাজ্যের পর্যটকরা যাচ্ছেন না৷ তবে সেখানে কাশ্মীরের বিভিন্ন প্রান্তের পর্যটকরা যাচ্ছেন৷ আমরা চেষ্টা করব আমাদের রিপোর্টের মাধ্যমে কাশ্মীরের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করার৷
সংসদীয় সূত্রের দাবি, বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মঙ্গলবার স্থির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক নিয়ে মোদি সরকারের অবস্থান জানতে চাইবে কমিটি৷ এই প্রসঙ্গে তলব করা হতে পারে সরকারের শীর্ষ আমলাদেরও৷

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

7 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago