বঙ্গ

আরজি করে PHA-র ব্যানার ছেঁড়ার অভিযোগ, সিসিটিভি দেখার দাবি শশী পাঁজার

তৃণমূলের চিকিৎসা বিষয়ক সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (Progressive Health Association)। রবিবার রাতের অন্ধকারে কে বা কারা এই সংগঠনের একাধিক পোস্টার ছিঁড়েছে বলে অভিযোগ। যা নিয়ে সোমবার প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী তথা নয়া সংগঠনের নেতা শশী পাঁজা। তাঁর কথায়” পিএইচএ-র যে ব্যানার ছিল আর জি কর হাসপাতালে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে অথবা নষ্ট করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ব্যানারটি কোথায় গেল? এই আক্রোশ কেন? এর প্রতিবাদ হবে। ”

শশী পাঁজা জানিয়েছেন” ৭ টি জায়গার মধ্যে পিজেবি যে বিল্ডিংটি রয়েছে সেখানে সেখানে, ডাঃ রাধা গোবিন্দ করের মূর্তির জায়গায়, ট্রমা কেয়ার সেন্টার-সহ একাধিক জায়গায় ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে। রাতে যখন এই বিষয়টি জানা গিয়েছিল সেই সময়ই হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটরি, প্রিন্সিপাল আর জি কর মেডিক্যাল কলেজ, ডি ডি নর্থ, টালা পার্ক পুলিশ স্টেশনে, রাজ্য সরকারের গ্রিভান্স রিড্রেসাল কমিটির চেয়ারম্যান ডাঃ সৌরভ দত্তকেও মেইল করে জানানো হয়েছে। ইমেলে দাবি করা হয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ চাই, কারা এ কাজ করেছেন আমরা জানতে চাইছি। বর্তমানে আন্দোলনকারীদের কাজ কি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (পিএইচএ) ব্যানার সরিয়ে দেওয়া? এখানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই কাজ করা হয়েচে বলে অভিযোগ করা করেছেন শশী পাঁজা।

আরও পড়ুন- বনকর্মীর ওপর হামলা বাঘের, ভয়ে কাঁপছে মৈপীঠ

তিনি আরও জানান, “দুপুর ১টায় একটি প্রতিনিধি দল আর জি করের প্রিন্সিপালের সঙ্গে বৈঠক করতে। এই দলে থাকবেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ করবী বড়াল, ডাঃ অতনু বিশ্বাস, ডাঃ সৌরভ কুমার দাস, ডাঃ প্রণয় মাইতি, ডাঃ শ্রীষ চক্রবর্তী, ডাঃ রমিজ আহমেদ। এই পাঁচজন চিকিৎসকই আর জি করে কর্মরত।”

শশী পাঁজা বলেন, “মুখ্যমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে যে উন্নয়ন করছেন তা যাতে সবার কাছে পৌঁছয়, তার জন্যই মূলত এই সংগঠন। অথচ রাতের অন্ধকারে সংগঠনের (Progressive Health Association) পোস্টার ছিঁড়ে ফেলা হল। আমরা প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ দাবি করছি, কারা এই কাণ্ড ঘটাল তা দেখা দরকার।”

হুঁশিয়ারি দিয়ে শশী জানান, “মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন করবেন, স্বাস্থ্য ব্যবস্থা অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন এদিকে হাসপাতালগুলিতে মানুষ প্রকৃত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এটা বরদাস্ত করা হবে না।”

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

2 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago