জেলা স্বাস্থ্য দফতরের জনহিতকর উদ্যোগ, বিনামূল্যে ডায়ালিসিস নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে

পাঁচ শয্যার এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে দুঃস্থ রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা জেলা স্বাস্থ্য দফতরের।

Must read

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (hospital) চালু হল ডায়ালিসিস ইউনিট। পিপিপি মডেলে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা এলাকা ও পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাবাসীর কাছে সুখবর। স্থানীয় কিডনি সংক্রান্ত মরণাপন্ন রোগীদের সুবিধার কথা ভেবেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। পাঁচ শয্যার এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে দুঃস্থ রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা জেলা স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন-টানা জয়ে ফের লিগ শীর্ষে ডায়মন্ড হারবার

বৃহস্পতিবার রাতে এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবনচন্দ্র হাঁসদা। ছিলেন হাসপাতাল সুপার ডাঃ দেবাশিস মাহাতো, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শান্তনু টুডু প্রমুখ। পাঁচ শয্যার মধ্যে এদিন প্রথম দিনে একজন রোগীকে দিয়ে পরিষেবা চালু হয়েছে। হাসপাতালটি ঝাড়গ্রাম জেলা তথা জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। সেখানে মুমুর্ষু রোগীদের কাছে ডায়ালিসিসের মতো উন্নত চিকিৎসা দূরস্থ। তাই এই পরিষেবা আগামী দিনে অনেক গরিব রোগীর জীবন বাঁচাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় নয়াগ্রাম এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। জঙ্গলমহলের বুকে নিঃসন্দেহে এক বড় উদ্যোগ স্বাস্থ্য দফতরের। হাসপাতালের সুপার ডাঃ দেবাশিস মাহাতো বলেন, এই পরিষেবা চালু হওয়ায় জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার মানুষ পরিষেবা পাবেন এবং তা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Latest article