মঙ্গলবারই মায়ানমার কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়েছিল ভারতেও। এবার মঙ্গলবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণপূর্ব এশিয়ার ফিলিপিন্স (Philippines)। নিমেষেই তছনছ হয়ে গেল দেশের মধ্যভাগের বড় এলাকা।
আরও পড়ুন-দিনের কবিতা
শেষ পাওয়া খবর অনুযায়ী, ফিলিপিন্সের এই ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিপিন্সের মধ্যাঞ্চলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৯। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই বিষয়ে জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগো থেকে প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পূর্বে। সেখানে আনুমানিক ৯০ হাজার মানুষ থাকে। কম্পনের ধাক্কায় একের পর এক বাড়ি ধসে পড়ে। চিড় ধরেছে একাধিক বহুতলেও। চাপা পড়ে মারা যান অনেকে। আতঙ্কেই সারারাত বাইরেই রাত কাটিয়েছেন অনেকে। সূত্রের খবর এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোগো। সেখানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। একটি পাহাড়ি গ্রামে ভূমিকম্পের ফলে মাটি বসে গিয়েছে এবং বহু ঝুপড়ি মাটিচাপা পড়ে গিয়েছে।
আরও পড়ুন-দেবীর পুজো যেখানে হয়ে ওঠে দেশের পুজো
প্রসঙ্গত, ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় “রিং অফ ফায়ার”-এ থাকার ফলে খুবই ভূমিকম্পপ্রবণ। এখানে মাঝে মধ্যেই ভূমিকম্প হয়। রীতিমত হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। পাথর ও মাটির নিচে আটকে পড়াদের বের করতে উন্নতমানের ভারী যন্ত্রপাতির সাহায্য নেওয়া হচ্ছে।