প্রয়াত হয়েছেন আলোকচিত্রী সুনীল কুমার দত্ত (Sunil Kumar Dutta)। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী সুনীলবাবুর মাদার টেরিজার জীবনের নানা দিক নিয়ে তোলা আলোকচিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া, কলকাতা, শান্তিনিকেতন ইত্যাদি বিষয়ে তিনি অসামান্য কাজ করে গেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ Mother Teresa – Down Memory Lane, Kolkata Canvas, রবির আলোয় আলোকচিত্র, দুর্গাপূজা, শান্তিনিকেতন ইত্যাদি।
আরও পড়ুন-মহিলাদের পোশাক বিতর্কে কৈলাশ বিজয়বর্গীয়, তুলনা টানলেন শূর্পণখার সঙ্গে, প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের
এদিন তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন,
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ৭২/আইসিএ/এনবি
তারিখঃ ৮/৪/২০২৩
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট আলোকচিত্রী সুনীল কুমার দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী সুনীলবাবুর মাদার টেরিজার জীবনের নানা দিক নিয়ে তোলা আলোকচিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া, কলকাতা, শান্তিনিকেতন ইত্যাদি বিষয়ে তিনি অসামান্য কাজ করে গেছেন।
তাঁর আলোকচিত্র বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ Mother Teresa – Down Memory Lane, Kolkata Canvas, রবির আলোয় আলোকচিত্র, দুর্গাপূজা, শান্তিনিকেতন ইত্যাদি।
তিনি ক্রিস্টোফার অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
সুনীল কুমার দত্তের প্রয়াণে ফটোগ্রাফি জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
আমি সুনীল কুমার দত্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়