জাতীয়

দৈহিক খর্বতা হার মানল আরতির দুরন্ত ইচ্ছাশক্তির কাছে

প্রতিবেদন: দৈহিক প্রতিবন্ধকতা নয়, ইচ্ছাশক্তিটাই শেষ কথা। নিজের ব্যতিক্রমী সাফল্য দিয়ে এই সত্যটাই তুলে ধরলেন রাজস্থানের সাড়া জাগানো আইএএস অফিসার আরতি ডোগরা। হ্যাঁ, জ্ঞান হওয়ার পর থেকেই আরতি বুঝতে শিখেছিলেন, খর্বতার কারণে তাঁর দিকে বিদ্রুপের পাথর ছুঁড়ে আত্মতৃপ্তি লাভ করবে সমাজের একাংশ। পদে পদে বাধা পাবে নিষ্ঠুর প্রতিকূলতাকে পরাজিত করে তাঁর অগ্রগতি। তবুও দমে যাননি সাড়ে ৩ ফুট উচ্চতার আরতি। ভেঙেও পড়েননি। ভোগেননি হীনমন্যতায়। কারণ, তিনি নিশ্চিত ছিলেন, লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে তা যত দূরেই হোক, পৌঁছানো অসম্ভব নয়। নিজের লক্ষ্যে পৌঁছতে সেই অসম্ভবকেই সম্ভব করেছিলেন আরতি। ২০০৬ সালে খর্বকায়তম আইএএস অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করে প্রমাণ করে দিয়েছিলেন যোগ্যতা থাকলে বয়সের মতো উচ্চতাও একটা সংখ্যামাত্র। সেনা আধিকারিক বাবা এবং স্কুলশিক্ষিকা মায়ের মেয়ে আরতি এখন রাজস্থানের তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ দফতরের সচিব পদে কর্মরত।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে তোপ তৃণমূলের

কাজ করেছেন আজমেঢ়, বিকানের, যোধপুর এবং বুঁদির জেলাশাসক হিসেবে। নিজের অসাধারণ যোগ্যতা প্রমাণ করেছেন। দক্ষতা প্রমাণ করেছেন যোধপুর বিদ্যুৎ বিতরণ নিগমের সচিব পদে। ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সচিব এবং বিশেষ সচিব পদেও। কিন্তু সবকিছু ছাড়িয়ে গিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের পাশে দাঁড়াতে তাঁর বিশেষ উদ্যোগ। তাঁদের বুথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছেন তিনি। তাঁর আমলেই আজমেঢ়ে বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটদানে আগ্রহ বেড়েছে লক্ষণীয়ভাবে। রাজস্থানে প্রত্যন্ত গ্রামের বিশেষ সক্ষম ভোটাররা অনেক বেশি সংখ্যায় বুথমুখী হয়েছেন।
অথচ দেরাদুনে আরতির শৈশবকালে চিকিৎসকরা যখন বলেছিলেন, তাঁর উচ্চতা থেমে যাবে ৩ ফুট ২ ইঞ্চিতে তখন অনেকেই বাবা-মাকে পরামর্শ দিয়েছিলেন দ্বিতীয় সন্তান নিতে। সত্যিই থেমে গিয়েছিল আরতির উচ্চতা, কিন্তু শুরু হয়েছিল তাঁর শিখরে ওঠার স্বপ্ন। বিরামহীন অনুশীলন প্রমাণ করেছিল, আটকে রাখা যায় না মেধাকে। মেধার উচ্চতার আলোয় হার মেনেছিল আরতির শারীরিক খর্বতা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago