মর্মান্তিক! জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তূপে আগুন, আহত বহু

Must read

মর্মান্তিক দুর্ঘটনা পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রায় (Puri Chandan Yatra)। বাজি ফেটে আহত কমপক্ষে ২৫ জন। বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী। নরেন্দ্র পুষ্করিণী এলাকায় বাজি পুড়িয়ে আনন্দ করার সময়ই ঘটে যায় দুর্ঘটনা।

আরও পড়ুন- আপেল চাষিদের ক্ষোভই হিমাচলে ঘুম কেড়েছে বিজেপির

জানা গিয়েছে, ঘটনাস্থলে এক জায়গায় বাজির স্তূপ করা ছিল। সেখানে বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি এসে ঘটে যায় দুর্ঘটনা (Puri Chandan Yatra)। শেষ পাওয়া খবরে ২৫ জন আহত হওয়ার খবর মিলেছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। আহতদের জেলার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

Latest article