জম্মু-কাশ্মীরের বালতাল রুটে ভয়াবহ ভূমিধস এবং প্রবল বৃষ্টির ফলে আবার বিপত্তি অমরনাথ যাত্রায় (Amarnath Yatra)। পাহাড় ধসের ঘটনায় এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আর এই দুর্ঘটনার পরেই অনির্দিষ্টকালের জন্য অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন-পাহাড়ে ধস নেমে পাথর চাপা পড়ে প্রাণহানি বাবা ও মেয়ের
গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। কিন্তু তার মাঝে বুধবার (১৬ জুলাই) জম্মু-কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময়ে পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে মৃত্যু হয় এক পুণ্যার্থীর। পাশাপাশি তিনজন গুরুতর আহত হন।স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এই অবস্থায় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। অমরনাথ যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে BRO। রাস্তা পরিষ্কার হতে আজ সারাদিন সময় লেগে যেতে পারে। প্রশাসনিক সূত্র মারফত জানা গেছে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ থাকছে অমরনাথ যাত্রা। শুক্রবার পুনরায় চালু হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।