মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আপ্লুত হজযাত্রীরা

পাশাপাশি আগামী বছরে এই বিষয়ে আরও বেশি মানুষকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন। সরকারি তরফে ইতিমধ্যেই টিকাকরণ হয়েছে

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর ১০৭ কোটি টাকা ব্যয়ে কলকাতা নতুন হজ হাউস তৈরি করেছেন। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আপ্লুত হজযাত্রীরা। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন, এবছর রাজ্যব্যাপী প্রত্যেক হজযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। হজযাত্রীদের পবিত্র যাত্রায় অভিনন্দন জানানোর রাজ্যব্যাপী অনুষ্ঠানে সভাপতি নিজে উপস্থিত থেকে ধর্মীয় যাত্রা পূরণে প্রয়োজনীয় সমস্ত সহায়তার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন-বকেয়া আদায় আন্দোলনের ঢেউ পৌঁছবে দিল্লিতেও

পাশাপাশি আগামী বছরে এই বিষয়ে আরও বেশি মানুষকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন। সরকারি তরফে ইতিমধ্যেই টিকাকরণ হয়েছে। এদিন মোশারফ হুসেন জানান, জেলায় জেলায় প্রতিটি হজযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি হজযাত্রায় সহযোগী কিট তুলে দেওয়া হয়েছে। হজ হাউসে ইতিমধ্যেই হজযাত্রীরা চলে এসেছেন। স্টেশনে স্টেশনে জেলার হজযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। ব্যবস্থা করা হয়েছে সহায়তা কেন্দ্রের। মঙ্গলবারই হজ হাউসে পৌঁছে সমস্ত ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। সেখানে থাকা- খাওয়ার সুব্যবস্থা আছে। পাশাপাশি সকলকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য এসি বাসেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে সহায়তা কেন্দ্র। সমস্ত হজযাত্রীদের হজ যাত্রার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Latest article