জগন্নাথ মন্দিরে বাতানুকূল করিডর দিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুণ্যার্থীরা

মরিচকোচ স্কোয়্যার থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত বাতানুকূল করিডর নির্মাণ করা হবে। স্টকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে।

Must read

পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple) নতুন রূপে সাজবে। এখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত আসেন। রথযাত্রা, জগন্নাথদেবের স্নানযাত্রা, দোল উৎসবের সময় ভক্তদের বিশাল সমাগম হয়। অনেকক্ষন লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় অপেক্ষারত ভক্তদের। যে করিডর দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন, সেখানে শেড না থাকায় গরমে খুব কষ্ট হয় সকলের। শুধু তাই নয়, বৃষ্টির সময় ভিজতে হয়। তাই এবার তাদের সুবিধার কথা চিন্তা করে বিশেষ পদক্ষেপ করতে চলেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন-‘ইগো ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হবে’,কংগ্রেসকে তোপ দেবাংশুর

বাতানুকূল করিডর তৈরি হবে খুব শীঘ্রই। সাধারণত সিংহদ্বার দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন সকলে। পুরী জেলা প্রশাসন ও জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এই অবস্থায় গ্র্যান্ড রোডের উপর মরিচকোট স্কোয়্যার থেকে সিংহদ্বার পর্যন্ত বাতানুকূল করিডর করার সিদ্ধান্ত নিয়েছে । সুড়ঙ্গের মতো ৮৫ মিটার করিডর তৈরী করা হবে বলেই খবর। পুরীর সাব কালেক্টর ভাবাতারানা সাহু এই বিষয়ে জানান, রোদে বৃষ্টিতে পুণ্যার্থীদের লাইনে অপেক্ষা করতে হয়। তাঁদের জন্যই একটি করিডর নির্মাণ করা হবে। মরিচকোচ স্কোয়্যার থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত বাতানুকূল করিডর নির্মাণ করা হবে। স্টকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন-শ্যুটিংয়ে আহত অভিনেতা আল্লু অর্জুন

বয়স্ক এবং অসুস্থ মানুষের কথা মাথায় রেখে মন্দির চত্বরে শেড, চেয়ার-সহ পানীয় জলের ব্যবস্থা করা হবে। লাইনে থাকলেও অসুস্থ এবং বয়স্কদের কষ্ট এড়াতে শেডের নীচে চেয়ারে বসে অপেক্ষা করার ব্যবস্থা করবেন মন্দির কর্তৃপক্ষ।

 

 

 

Latest article