প্রতিবেদন : উত্তরবঙ্গের ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের দুর্ঘটনার কবলে পড়ল রাজধানী এক্সপ্রেস। দিল্লি যাওয়ার পথে লাইনে থাকা একটি পিলারে ধাক্কা মারে রাজধানী এক্সপ্রেস। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যায় গুজরাতের ভালসাদের কাছে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন-রাবণের ক্ষোভ
জানা গিয়েছে, রেললাইনের উপর সিমেন্টের পিলার তুলে রাখা ছিল। কে বা কারা এবং কী উদ্দেশ্যে লাইনের উপরে পিলার তুলে রেখেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভালসাদ গ্রামীণ থানার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, মুম্বই- হজরত নিজামুদ্দিন অগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ভালসাদের কাছে অতুল স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেলের ট্র্যাকের উপর রাখা একটি সিমেন্টের পিলারে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় পিলারটি ছিটকে পড়ে পাশের ট্র্যাকে। তবে ট্রেনটির বড় মাপের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ট্রেনের গতিবেগ যদি খুব বেশি থাকত তাহলে বড় মাপের দুর্ঘটনা ঘটতে পারত।
আরও পড়ুন-দলত্যাগের হিড়িকের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপির
সুরাতের আইজি রাজকুমার পান্ডিয়ান জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরাই রাজধানী এক্সপ্রেসকে দুর্ঘটনার কবলে ফেলতে রেললাইনের উপর সিমেন্টের পিলার তুলে রেখেছিল। প্রবল গতিতে ছুটে আসা রাজধানীর ইঞ্জিনের সঙ্গে পিলারটির ধাক্কা লাগে। তবে ট্রেন লাইনচ্যুত না হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রেল ও পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।