‘চোখের আলো’ শুরু হচ্ছে পাইলট

একাধিক ঝড়, জলোচ্ছ্বাসে বাড়িঘর, চাষের জমি নষ্ট হয়ে বসিরহাট মহকুমার মানুষ প্রায় সর্বস্বান্ত। লকডাউনে পরিস্থিতিতে অবস্থা আরও সঙ্কটজনক হয়।

Must read

সংবাদদাতা, বসিরহাট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও বসিরহাট দক্ষিণের চিকিৎসক বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে অগাস্ট মাস থেকেই ‘চোখের আলো’ প্রকল্পের পাইলট প্রোজেক্ট শুরু হতে চলেছে বসিরহাটে। প্রকল্পের আওতায় চোখের প্রাথমিক চিকিৎসা, বিশেষত ছানির অস্ত্রোপচার হবে সরকারি সহায়তায়। একাধিক ঝড়, জলোচ্ছ্বাসে বাড়িঘর, চাষের জমি নষ্ট হয়ে বসিরহাট মহকুমার মানুষ প্রায় সর্বস্বান্ত। লকডাউনে পরিস্থিতিতে অবস্থা আরও সঙ্কটজনক হয়।

আরও পড়ুন-কচিকাঁচাদের পড়াশোনা উৎসব শিক্ষা দফতরের

রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়ে চিকিৎসাক্ষেত্রে একের পর এক প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। ‘চোখের আলো’ নতুন দিশা দেখাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রকল্পের পাইলট প্রোজেক্ট হিসেবে অগাস্ট থেকেই বসিরহাটে কাজ শুরু হবে। রাজ্যের সর্বত্র এর সুবিধা মিলবে। করোনার আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু হলেও অতিমারির কারণে বন্ধ করে দিতে হয়। সেই কাজ শুরু করতে স্বাস্থ্য দফতরকে ফের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রামে ঘুরে প্রচারের পর প্রতিটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে চোখের প্রাথমিক চিকিৎসা করা হবে। যাঁদের চোখে ছানি ধরা পড়বে তাঁদের নাম তালিকাভুক্ত করে বসিরহাট জেলা হাসপাতালে নিখরচায় হবে অস্ত্রোপচার।’’

Latest article