সংবাদদাতা, পিংলা : দক্ষিণবঙ্গ পুড়ছে, পশ্চিমের জেলাগুলিতে কয়েক দিনে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৪ ডিগ্রিতে। বইছে লু, নাজেহাল মানুষজন। বেলা ৯টার পর থেকেই হাঁসফাঁস করছেন মানুষজন। দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কী করা উচিত তা প্রশাসনিকভাবে বারবার জানানো হচ্ছে। এই পরিস্থিতিতে তীব্র গরমে সচেতনতার বার্তা নিয়ে ছবি এঁকে গান গাইলেন পিংলার পটশিল্পীরা।
আরও পড়ুন-দেবাংশুর গাড়িতে ধাক্কা-হামলা বিজেপি গুন্ডাদের
গরমে মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছেন পিংলার নয়ার পটশিল্পীরা। ছবি ও গানের মধ্য দিয়ে বার্তা দিচ্ছেন এই গরমের সময় মানুষের কী করা, কোথায় থাকা, কী খাওয়া উচিত, কোন সময় বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। এই সব নিয়েই পটের গান গাইলের পটুয়ারা। তাঁদের দাবি, সরকার তো সচেতন করছে। আমরাও আমাদের শিল্পর মাধ্যমে মানুষজনকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।