২৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন হাংরি আন্দোলনের (Hungarian revolution) জনক, কবি ও ঔপন্যাসিক মলয় রায়চৌধুরী (Malay Roychowdhury)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এদিন তাঁর পরিবারের তরফে মৃত্যুর কথা জানানো হয়েছে। ১৯৩৯ সালের ২৯ অক্টোবর, মলয় রায়চৌধুরী সুতানুটি-গোবিন্দপুর-কলকাতা খ্যাত সাবর্ণ রায়চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন । পিত ছিলেন গৌচপ্রম রায়চৌধুরী ছিলেন চিত্রশিল্পী। মা অমিতা ছিলেন পাণিহাটির নীলামবাটির কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায় (রোনাল্ড রস-এর সহায়ক) বড় মেয়ে। জানা যায়, মলয় রায়চৌধুরীর ঠাকুরদা লক্ষীনারায়ণ ছিলেন ভারতবর্ষের প্রথম ভ্রাম্যমাণ ফটোগ্রাফার-শিল্পী।
১৯৬১ সালে শুরু হয় হাংরি আন্দোলন। বঙ্গসাহিত্যের প্রতিটি কোণায় সেই ছবি স্পষ্ট। বলা হয়, মলয় রায়চৌধুরীর হাত ধরেই প্রতিষ্ঠান বিরোধী সেই আন্দোলনের সূচনা হয়েছিল। মলয় রায়চৌধুরী জিওফ্রে চসারের একটা কবিতা থেকে হাংরি শব্দটি ব্যবহার করেন। ১৯৬৪ সালে ‘প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার’ কবিতাটি লেখার জন্য গ্রেফতার হয়েছিলেন মলয়। রাষ্ট্রবিরোধী মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। শেষ জীবন পর্যন্ত তিনি লিখেছেন দুই শতাধিক গ্রন্থ। ২০০৩ সালে মলয় রায়চৌধুরী সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।