মুস্তাকের শহরেও নজরে পিচ

মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছেন কামিন্স। অস্ট্রেলীয় অধিনায়কের অনুপস্থিতিতে ইন্দোরে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

Must read

ইন্দোর, ২৮ ফেব্রুয়ারি : চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম দুই টেস্ট আড়াই দিনে জিতে নিয়েছে ভারত। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বুধবার সৈয়দ মুস্তাক আলির শহরে তৃতীয় টেস্ট খেলতে নামছে রোহিত শর্মার দল। সিরিজে এখনও পর্যন্ত বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েনি ভারত। কিন্তু ইন্দোরে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার মাঠে যে পিচে ভারত-অস্ট্রেলিয়া দুই দল মুখোমুখি হতে চলেছে, তা শুধু স্পিনার নয়, পেসারদেরও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তাই চোটমুক্ত মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনকে খেলিয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করতে পারে প্যাট কামিন্সহীন অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-শাস্তির দাবিতে সোচ্চার বিনেশ, সংবাদমাধ্যমে ফাঁস তদন্তের স্পর্শকাতর বিষয়

কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব পাওয়া স্টিভ স্মিথ অবশ্য জানিয়েছেন, প্রথম দুই টেস্টের মতোই হবে হোলকার স্টেডিয়ামের বাইশ গজের চরিত্র। তবে ইন্দোর থেকে পাওয়া খবর, দু’দলই নাকি ধন্দে রয়েছে হোলকারের উইকেট নিয়ে। অনেকে মনে করছেন, এটি লালমাটির পিচ। আবার অনেকেরই দাবি, এটি কালোমাটির পিচ। কয়েক দিন আগেই সেখানে বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি সেমিফাইনাল হয়েছে। পেসার, স্পিনার, ব্যাটার সবার জন্যই কিছু না কিছু ছিল উইকেটে। কালোমাটির পিচ মানে কম বাউন্স। কিন্তু এই পিচ দ্রুত ভাঙে না। ফলে ব্যাটাররা রান পাবে। লালমাটির পিচে আবার বাউন্স যেমন থাকে, তেমনই স্পিনাররাও সাহায্য পায়। কিন্তু জল কম দিলে তাড়াতাড়ি পিচ ভাঙে। ঘূর্ণি সামলানো চ্যালেঞ্জিং হয় ব্যটারদের কাছে।

আরও পড়ুন-সাগরদিঘি উপনির্বাচন, স্ট্রং রুমে কড়া পাহারায় ভাগ্য, বাজিমাত ঘাসফুলেরই, বদ্ধমূল তৃণমূল

ভারতীয় শিবির এমনিতে ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করতে ইন্দোর টেস্ট জিততেই হবে রোহিতদের। জয়ের ছন্দ ধরে রাখতে দিল্লির প্রথম একাদশেই আস্থা রাখা হবে নাকি লাগাতার ব্যর্থ লোকেশ রাহুলকে বাদ দিয়ে ফর্মে থাকা শুভমন গিলকে খেলানো হবে ওপেনার হিসেবে, সেটাই দেখার। এদিন নেটে রোহিতে পাশে দীর্ঘক্ষণ ব্যাট করেন শুভমন। বোলিং কম্বিনেশনে অবশ্য বদলের সম্ভাবনা কম।

আরও পড়ুন-ইচ্ছামতো কি নাম বদল করা যায়? কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছেন কামিন্স। অস্ট্রেলীয় অধিনায়কের অনুপস্থিতিতে ইন্দোরে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। নাগপুর, দিল্লির ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়াকে সিরিজে ফেরাতে মরিয়া স্মিথ। টেস্টের আগের দিন তারকা অজি ব্যাটার জানিয়ে দিয়েছেন, দলকে নেতৃত্ব দিলে তাঁর পারফরম্যান্স ভাল হয়। ইন্দোর টেস্টের টিম কম্বিনেশন নিয়ে খোলসা করেননি স্মিথ। তবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, স্টার্ক ও গ্রিন সম্ভবত খেলবেন। ডেভিড ওয়ার্নার ছিটকে যাওয়ায় উসমান খোয়াজার সঙ্গে ওপেন করতে পারেন ম্যাট রেনশ।

Latest article