জাতীয়

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নয়া রাজ্য সভাপতি পীযুষকান্তি বিশ্বাস

অনেক জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি (Tripura State President) হিসাবে নিযুক্ত হলেন পীযুষকান্তি বিশ্বাস। কয়েকদিন আগেই দিল্লিতে (Delhi) গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে দলে যোগ দেন ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি তথা আইনজীবী পীযুষ। ত্রিপুরায় বেশ কিছুদিন ধরেই নিজেদের সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে তৃণমূল (TMC)। গত পুরসভা নির্বাচনে (Municipal Election) ত্রিপুরায় বেশ ভালো ফল করেছিল সবুজ শিবির। আর সেই ফলাফলকে হাতিয়ার করেই ত্রিপুরায় সংগঠনের ভিত শক্তপোক্ত করেছে তৃণমূল। সুবল ভৌমিকের অপসারণের পর তৃণমূলের রাজ্য সভাপতির পদটি ফাঁকা ছিল। এতদিন রাজ্য সভাপতির বদলে দলের সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এবং সুস্মিতা দেব (Sushmita Deb)। অবশেষে সুবলের জায়গায় স্থায়ী রাজ্য সভাপতি পদে এলেন পীযুষকান্তি বিশ্বাস।

আরও পড়ুন-পাক সীমান্তের কাছে পাঞ্জাবের পুলিশ স্টেশনে রকেট হামলা

উল্লেখ্য, গত বুধবারই পীযুষকান্তি বিশ্বাস (Pijush Kanti Bishwas) সদলবলে তৃণমূলে যোগ দেন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। তবে তিনি একা নন, তৃণমূলে নাম লেখান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তেজেন দাস ও অনন্ত বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি পূর্তিনা চাকমা ও সমরেন্দ্র ঘোষ। সেদিন থেকেই শোনা যাচ্ছিল পীযুষবাবুকে তৃণমূলের রাজ্য সভাপতি করা হতে পারে। অবশেষে রবিবার সেই জল্পনা সত্যি হল। নতুন বছরের শুরুতেই ত্রিপুরায় নির্বাচন। আর সবকিছু ঠিক থাকলে পীযুষবাবুর নেতৃত্বেই ত্রিপুরায় নির্বাচনে লড়াই করবে তৃণমূল। এদিকে আগামী ১২ এবং ১৩ ডিসেম্বর দুদিনের মেঘালয় সফরে যাওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই সফরেই ত্রিপুরায় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা।

আরও পড়ুন-গঙ্গা ও অববাহিকায় ভূগর্ভস্থ জল কমছে আশঙ্কাজনকভাবে

তৃণমূলের ত্রিপুরার ইউনিটের তরফে রবিবার এই খবর টুইট করে জানানো হয়েছে। লেখা হয়েছে ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিবার আজ আরও শক্তিশালী হয়ে উঠল। মা-মাটি-মানুষের স্বার্থে আমাদের সঙ্গে যোগ দিলেন প্রাক্তন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে দলে আন্তরিকভাবে স্বাগত।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago