প্রতিবেদন : কোথাও নামের বানানে সামান্য ভুল, কোথাও বিবাহিত মহিলাদের পদবিতে বদল, কোথাও বা উচ্চারণে সামান্য তফাত এইরকম ছোটখাটো, সামান্য ভুলের কারণে শুনানির নামে বৈধ ভোটারদের সম্পূর্ণ পরিকল্পিত ভাবে হেনস্থা করা হচ্ছে। এভাবেই এসআইআর শুনানি নিয়ে কমিশনের উদ্দেশ্যে তোপ দাগল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-বারাসত কাছারি ময়দানে ১৯ জানুয়ারি সভা অভিষেকের, মেগা প্রস্তুতিসভায় তৃণমূলে যোগদান
বুধবার এই নিয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমাদের দলের কর্মীরা ভোটারদের পাশে রয়েছেন যে কোনও সাহায্যের জন্য। সব জায়গাতেই শিবির চলছে। কর্মীরা পার্ট ধরে ধরে ভোটার লিস্ট নিয়ে শিবিরে বসে আছেন। সেখানেই দেখা যাচ্ছে, একেবারে ছোট ছোট ভুলের জন্য বৈধ ভোটারদের তলব করা হয়েছে। মূলত শিবিরগুলি থেকে যে তথ্য উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে, বেশির ভাগ ক্ষেত্রেই নামের বানানে কোনও ছোট্ট ভুলের জন্য তাঁদের তলব করা হয়েছে। বিবাহিত মহিলাদের জন্মগত ও বিবাহিত পদবি আলাদা হয়। সেকারণেও অনেককে ডাকা হয়েছে। কারও নামের উচ্চারণের তফাতের কারণে একটি দুটি অক্ষর বদলে গিয়েছে, তাঁদের শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে।
একজন ২০২৫ সালে ভোট দিয়েছেন, তাঁকেও স্ক্রুটিনির জন্য ডাকা হয়েছে। বাদ যায়নি তাঁর পরিবারও। অনেকে দীর্ঘদিন ধরে একই ঠিকানায় থাকেন। ভোটার তালিকায় তাঁর বাবা, মায়েরও নাম রয়েছে, তাঁকে প্রমসণ দিতে হচ্ছে। বিএলএ ২-দের শুনানিতে থাকতে না দেওয়া নিয়ে কুণাল ক্ষোভ প্রকাশ করে কুণাল বলেন, সবচেয়ে বড় সমস্যা হল শুনানিতে বিএলএ-২ দের থাকতে না দেওয়া। বিএলএ ২-রা বাড়ি বাড়ি ঘুরেছেন। তাঁরা ভোটারদের তথ্যগুলি জানেন। কোথায় কোন নথি লাগবে তাঁরা ভাল বলতে পারেন। এখন শুনানিতে তাঁদের থাকতে দেওয়া হল না। ফলে শুনানির সময় যে নথি দিচ্ছেন, তা মান্যতা পেল কিনা সেটা একজন ভোটার কী করে বুঝবেন। সব হয়ে যাওয়ার পর দেখা গেল চূড়ান্ত তালিকায় কোনও বৈধ ভোটারের নাম নেই। তখন তো আইনি পথে যেতে হবে। এখন বিএলএরা যদি থাকতেন তাহলে এই সমস্যা হত না। সবমিলিয়ে নির্বাাচন কমিশন যে পদ্ধতিতে শুনানি চালাচ্ছে তাতে বিস্তর অসঙ্গতি রয়েছে। শুনানিতে যা চলছে তাতে ভোটারদের নাম বাদের দিকে ঠেলে দেওয়া এবং হেনস্থা করাই কমিশনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…