রাজভবনে (Rajbhavan) চা চক্র থেকে বেরিয়ে বুধবার রাতে তাণ্ডবের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে এদিন তিনি জানান পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে। আরজি করের ছাত্রী খুনে ফাঁসির সাজা হোক, সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ নিগ্রহ নিয়েও এদিন মুখ খুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, ”এটা ছাত্রছাত্রীদের কাজ নয়। ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের কোনও রাগ নেই। ওরা করেনি। আমি ওদের সমর্থন করি। কিন্তু আমার রাগ হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। অ্যাকচুয়াল সমবেদনা চান, আত্মার শান্তি চান।রাম এবং বামেদের কাজ এটা। আপনারা ভালো করে ভিডিওগুলো দেখুন। এখন তো AI দিয়ে নানারকম মুখ বসিয়ে ভিডিও বানানো হয়। সোশাল মিডিয়ায় প্রচুর ভুয়ো ভিডিও ছড়াচ্ছে। এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস না করতে আমি অনুরোধ করব। সোশ্যাল নেটওয়ার্কে আজ ম্যাক্সিমাম ফেক ভিডিয়ো চলেছে।”
আরও পড়ুন-বন্ধ হবে না শুক্রবার, প্রেস বিজ্ঞপ্তি জারি নবান্নের
ডিসির পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ”এই ঘটনায় আমাদের ডিসি অত্যন্ত জখম হয়েছে। ওঁর অনেকক্ষণ জ্ঞান ছিল না। প্রচুর রক্তও বেরিয়েছে ওদের অত্যাচারে। আমি ভোর ৪টে অবধি জেগে ছিলাম। যতক্ষণ না ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ও আনকনশাস ছিল, মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছিল। পুলিশকে জঘন্য ভাবে আক্রমণ করা হয়েছে। আমরা কি একবারও ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেন করা? খেলা থেকে শুরু করে, রাস্তা জ্যাম সাংস্কৃতিক অনুষ্ঠান সব ব্যাপারেই রাজ্য পুলিশ কাজ করে। তাদের মারধরের ব্যাপারটা কি? তারা তো কিছু করে নি। তারা ডিএনএ করেছে, ভিডিও করেছে, ফরেনসিক টেস্ট করেছে, জুডিশিয়াল ম্যাজিট্রেটকে নিয়ে এসেছে। তাছাড়া মা বাবাকে সব দেখিয়ে আসা হয়েছে। এরপর কি প্রশ্ন আছে সেটাও জানতে চাওয়া হয়েছে।”
আরও পড়ুন-আর জি করে দুষ্কৃতী তাণ্ডব: সেমিনার রুম অক্ষত, জানাল কলকাতা পুলিশ
শুক্রবারের বাংলা বনধ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান ‘আমাদের রাজ্যে বনধ হয় না। আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যারা সাপোর্ট করবেন তারা নিজের দায়িত্বে করবেন। আমি অনুরোধ করব সব সচল রাখতে। সন্ত্রাস করার চক্রান্ত চলছে বাম ও রামের। আমি সকলকে বলব সব সোশ্যাল নেটওয়ার্কে সব ঠিক নয়। ব্যবসা করতে গিয়ে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া ঠিক নয়। মনে রাখবেন এটা মাতৃভূমিকে অপমান করা। আমি পুলিশকে বলেছি এটাতে নজর রাখতে।”