আনুমানিক ৭৫ বছর পরে আবার গন্ডার ফেরত পাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প (Buxa Tiger Reserve)। ওই রিজার্ভের পশ্চিম অংশের নিমাতি রেঞ্জের জঙ্গলের গভীরে ৬০ হেক্টরের জায়গা তৈরী করা হয়েছে একশৃঙ্গ গন্ডারদের জন্য। জলদাপাড়া জাতীয় উদ্যানের গন্ডারদের ভিড় কমাতে আপাতত একজোড়া গন্ডার এনে ছাড়া হবে যার মধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী। বন দফতরের তথ্য অনুযায়ী ১৯৬০ সালে শেষ গন্ডারের দেখা পাওয়া গিয়েছিল বক্সার জঙ্গলে। ১৯৮২ সালে আরও একবার বক্সায় গন্ডারের দেখা পাওয়া গেলেও সেটা ছিল জলদাপাড়ার পরিযায়ী গন্ডার।
আরও পড়ুন- উত্তরাখণ্ডে চলন্ত গাড়ির উপরে বোল্ডার পড়ে কেদারনাথ যাওয়ার পথে মৃত দুই
বক্সায় গন্ডার ফেরাতে কয়েক বছর আগে নতুন করে গন্ডারদের থাকার জায়গা তৈরির কাজে হাত দেয় বন দফতর। আট বছর ধরে নিমাতি রেঞ্জের জলযুক্ত এলাকায় ৬০ হেক্টরের তৃণভূমি তৈরী করা হয়। গন্ডারদের সুরক্ষায় মাল্টিপারপাস ওয়াচ টাওয়ার তৈরি করা হয়। আশির দশকে চোরাশিকারিদের জন্য বক্সার জঙ্গল থেকে হারিয়ে যায় ওয়াটার বাফেলো, একশৃঙ্গ গন্ডার ও রয়্যাল বেঙ্গল টাইগার।
আরও পড়ুন- নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করলেন বিধানসভার অধ্যক্ষ
জলদাপাড়া জাতীয় উদ্যানের মাত্র ২১৬.৫১ বর্গকিলোমিটারের জঙ্গলে অন্য বন্যপ্রাণীদের সঙ্গে একশৃঙ্গ গন্ডারদের সংখ্যা এখন ৩৩১টি। ভিড় কমাতে বক্সার নিমাতি এলাকায় গন্ডারদের তৃতীয় আবাসভূমি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। নিমাতিতে একশৃঙ্গ গন্ডারদের ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা রূপরেখা তৈরি করে এগোনো হচ্ছে। তবে জাতীয় উদ্যানের গন্ডারদের ভিড় কমালেই হবে না, তাদের সম জিনে প্রজনন কমাতে হবে। জলদাপাড়া থেকে যদি একটি পুরুষ গন্ডারকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তবে তার সঙ্গিনী হিসেবে গোরুমারা থেকে একটি মাদি গন্ডারকে নিয়ে আসার কথা চিন্তা করা হচ্ছে। গোরুমারার শূন্যস্থান পূরণ করতে একটি মাদি গন্ডারকে জলদাপাড়া থেকে সেখানে পাঠানো প্রয়োজন।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…