আয় বাড়ানোই লক্ষ্য রাজ্য সরকারের। এবার চায়ের রফতানি বাণিজ্যে গতি আনতে বাংলার তৃণমূল কংগ্রেস সরকার কলকাতায় একটি চা প্রক্রিয়াকরণ হাব (Tea processing hub) তৈরির পরিকল্পনা করছে। এজন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে ১০ থেকে ১২ একর জমি চাওয়া হয়েছে।
শিল্পসচিব বন্দনা যাদব জানিয়েছেন, উত্তরবঙ্গে প্যাকেটজাত চা কলকাতা থেকে অন্যত্র পাঠানোর আগে তার মান পরীক্ষা করা হয়। চায়ের মান পরীক্ষার সময় প্যাকেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে রাজ্য সরকার চাইছে কলকাতায় একটি প্রক্রিয়াকরণ হাব (Tea processing hub) তৈরি করতে। উত্তরবঙ্গে থেকে আসা চা পাতা সেখানে প্রক্রিয়াকরণ করা হবে। এদিকে রাজ্যে উৎপাদিত চায়ের একটা বড় পরিমাণ দুবাইতে ব্লেন্ডিং করা হয়। তার পর তা অন্যান্য দেশে রফতানি করা হয়। সরকার চাইছে এখানেই ব্লেন্ড করে তা বিদেশে রফতানি করা হোক। বড় সংস্থাগুলির নিজস্ব ব্লেন্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু, ছোট চা বাগানের মালিকদের পক্ষে তা করা সম্ভব নয়। তাই তাদের পক্ষেও বিষয়টি সুবিধাজনক হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে এই হাব গড়ে তোলা হবে। পাশাপাশি বলাগড়ে একটি লজিস্টিক হাবও গড়ে তোলা হবে। এই দুটি হাব গড়ে তোলা হলে রাজ্যের যেমন আয় বাড়বে। তেমনি আয় বাড়বে বন্দর কর্তৃপক্ষেরও।
আরও পড়ুন- দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের, গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অটো-টোটো চলাচলে জারি নিষেধাজ্ঞা
লজিস্টিকস হাবের পরিকল্পনা প্রসঙ্গে শিল্পসচিব জানান, বলাগড়ে কলকাতা পোর্ট গেটওয়ের কাছে প্রস্তাবিত হাবটি গড়ে তোলা হবে। এই হাবের জন্য মোট লগ্নির পরিমাণ ৪৩৫ কোটি টাকা। তার মধ্যে প্রথম দফায় বিনিয়োগ করা হবে ১০০ কোটি টাকা। এই হাব তৈরির জন্য সব মিলিয়ে ৯০০ একর জমি প্রয়োজন। যার মধ্যে ৩০০ একর বন্দরের জমি। এছাড়া সিইএসসি ও রাজ্যের ৩০০ একর করে জমি রয়েছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…