আগুন এড়াতে নিউ মার্কেটে নিষিদ্ধ প্লাস্টিক ছাউনি

Must read

প্রতিবেদন : নিউ মার্কেট এলাকায় পুজোর বাজার করতে আসা মানুষের সুরক্ষার জন্য বিশেষ অভিযানে নামল কলকাতা পুলিশ। ব্যাপক ভিড়ে অগ্নিকাণ্ডের সম্ভাবনা এড়াতে রাস্তার ধারে সমস্ত অস্থায়ী দোকানের প্লাস্টিকের (Plastic- Fire) ছাউনি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিল। গত কয়েকদিনে পুলিশ বাহিনী বার্টরাম স্ট্রিট, হগ স্ট্রিট, হুমায়ুন প্লেস, লিন্ডসে স্ট্রিট এবং লাগোয়া রাস্তাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে সরিয়ে দিয়েছে বেশ কিছু প্লাস্টিকের (Plastic- Fire) ছাউনি এবং দেওয়াল। হকারমুক্ত করেছে পার্কিং এরিয়া। ১৫০ বছরের পুরনো হেরিটেজ মার্কেট নিউ মার্কেটের ঐতিহ্য রক্ষা করতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত তা ঠিক করতে রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন কয়েকদিন আগে দেখা করেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। মহানাগরিক কথা বলেন নগরপাল বিনীত কুমারের সঙ্গে। তারপরেই এই বিশেষ পুলিশি অভিযান। হকাররা যাতে কোনওভাবেই আর দাহ্য প্লাস্টিক শিট ব্যবহার করতে না পারে তার জন্য কড়া নজরদারি চালাবে নিউ মার্কেট থানার বিশেষ পুলিশ বাহিনী। চলবে লাগাতার অভিযানও। মেয়রের স্পষ্ট নির্দেশ, পার্কিং স্পেস বেদখল করে যান চলাচলে ব্যঘাত ঘটানো চলবে না। বিঘ্নিত করা চলবে না পথচারীদের নিরাপত্তা। কর্তব্যরত মার্কেট সুপারিনটেনডেন্ট এবং মার্কেট সার্জেন্টরাও আলাদাভাবে চালাবেন নজরদারি। পুজো যত এগিয়ে আসছে নিউমার্কেটকে ঘিরে জনস্রোত ততই বেড়ে চলেছে। এই অবস্থায় অতিদাহ্য প্লাস্টিক শিট সামান্য অসতর্কতাতেই ডেকে আনতে পারে বড় ধরনের অগ্নিকাণ্ডের বিপদ। সামান্য স্ফুলিঙ্গেই ঘটতে পারে বড় অঘটন। বাম জমানায় অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল সাবেক নিউ মার্কেট। পুজোর মুখে তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুরসভা এবং পুলিশ। ব্রিটিশ আমলে তৈরি এই ঐতিহ্যশালী মার্কেট সংস্কারের জন্য ইতিমধ্যেই প্রাথমিকভাবে ৮০ লক্ষা টাকা বরাদ্দ করেছে পুরসভা। ব্যবসায়ী কমিটির অনুরোধ মেনে এবারে নিউ মার্কেটের নিরাপত্তা এবং মানুষের সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন মহানাগরিক।

আরও পড়ুন-কলকাতা মহানগরী পেতে চলেছে সর্বপ্রথম ই-কোর্ট

Latest article