সংবাদদাতা, কাটোয়া : প্লাস্টিকমুক্ত এলাকা গড়তে অভিনব পন্থা পূর্বস্থলী ২নং ব্লক প্রশাসনের। মাঠে নামাল কথা-বলা পুতুলকে। পুতুল গ্রামে গ্রামে ঘুরে আবেদন করছে, ‘পরিবেশ বাঁচাতে বর্জন করো যত প্লাস্টিক/ তবেই সমাজ সুস্থ হবে জেনো ঠিক ঠিক।’ সেই আবেদন শুনতে ভিড় করছে জনতা। সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট পঞ্চায়েতকর্তারা প্লাস্টিক, পলিথিনের কুপ্রভাব সম্পর্কে জনতাকে সচেতনতার বার্তা দিচ্ছেন। পূর্বস্থলী ২ ব্লকের বিডিও সৌমিক বাগচী বলেন, ‘পরিবেশকে প্লাস্টিকমুক্ত করতে সাধারণ মানুষকে নানাভাবে সচেতন করা হচ্ছে। টকিং ডল তার অন্যতম। এতে সাড়াও মিলছে ভালই।’
আরও পড়ুন-শপথ নিলেন দ্রৌপদী মুর্মু, ভারতের নতুন রাষ্ট্রপতি
যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যবহারের ফলে এলাকায় বাড়ছে দূষণ। আবর্জনা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় জলনিকাশি ব্যবস্থাও বেহাল হয়ে পড়ছে। স্বাভাবিক কারণেই ক্ষতি হচ্ছে পরিবেশের। এইসব কারণেই চলতি বছরের জুলাই মাসের প্রথম দিন থেকে সিঙ্গল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। পূর্বস্থলী স্টেশন বাজার, কালেখাঁতলা এলাকায় টকিং ডল নিয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রচার চালাচ্ছেন শিলিগুড়ি থেকে আসা শিল্পী রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি পচনশীল-অপচনশীল বর্জ্য পদার্থ বিষয়েও সাধারণ মানুষকে অবহিত করছেন।