দিনহাটা উৎসবে অসুস্থ প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর

অনুষ্ঠানের পরে ঘটনা ঘটায় ভিড় অনেকটাই কমে গিয়েছিল। এরপরেই তাকে তড়িঘড়ি দিনহাটা থেকে কোচবিহারে নিয়ে আসা হয়

Must read

দিনহাটা উৎসবে এসে অনুষ্ঠানের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর (Monali Thakur)। তড়িঘড়ি তাকে কোচবিহারে (Coochbehar) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর পিতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছে। দিনহাটা সংহতি ময়দানে এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন-পুষ্পা ২-র প্রযোজকদের বাড়িতে আয়কর বিভাগের হানা

গতকাল রাতে সেখানেই মোনালি ঠাকুরের অনুষ্ঠান ছিল। জমজমাট একটি সন্ধ্যের পর তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। অনুষ্ঠানের পরে ঘটনা ঘটায় ভিড় অনেকটাই কমে গিয়েছিল। এরপরেই তাকে তড়িঘড়ি দিনহাটা থেকে কোচবিহারে নিয়ে আসা হয়। যদিও এদিন রাতে তিনি হেঁটেই হাসপাতালে ঢুকেছেন। চিকিৎসকদের মতে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ গায়িকা। ঠান্ডা লেগে রয়েছে এদিকে শোয়ের চাপ ভালোই। দিনহাটা যাওয়ার সময় বিমানেও গায়িকার শ্বাসকষ্ট হয়।

Latest article